adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনেশ চান্ডিমাল বললেন, আমার দেখা মুশফিকের সেরা ইনিংস

স্পোর্টস ডেস্ক : দিনেশ চান্ডিমালঘরের মাঠে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। ঘরের মাঠ বলেই সবাই মনে করেছিল ম্যাচ জিতে যাবে স্বাগতিকরা। কিন্তু দুই বল হাতে রেখে অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। তাই পুরো বাংলাদেশ দলকে কৃতিত্ব দিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক। একই সঙ্গে মুশফিককেও ভাসিয়েছেন প্রশংসায়।

মুশফিকের ম্যাচসেরা পারফরম্যান্সের প্রশংসা করে দিনেশ চান্ডিমাল বলেছেন, ‘দারুণ একটি ইনিংস ছিল মুশফিকের। আমরা জানি ওরা সম্প্রতি দুর্দান্ত ক্রিকেট খেলছে। আমার মনে হয় আমার দেখা সেরা ইনিংসই খেলেছে মুশফিক।’

সেরা ইনিংস উপহার দিতে ৩৫ বল খেলেন মুশফিক। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭২ রানে। আর সেই মুশফিকের ব্যাটে এমন হার বরণের পর বাংলাদেশকে কৃতিত্ব দিয়েছেন লঙ্কান অধিনায়ক, ‘আমাদের সংগ্রহটা ভালোই ছিল। কিন্তু ক্রিকেটে অবশ্য এমনটি হয়েই থাকে। অনেক সময় ২০০ রান করলেও অনুমান করা যায় না যে জেতা সম্ভব। তাই ক্রিকেট সব সময়ই মজার একটি খেলা, যার পরিবর্তন হয়। বাংলাদেশকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। আজকে ওরা ছিল অসাধারণ এবং পরিস্থিতি আমাদের থেকেও ভালোভাবে সামাল দিয়েছে।’

কলম্বোতে বিশাল রান পাহাড় গড়লেও শেষ পর্যন্ত বাংলাদেশের ব্যাটিংয়ে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। ২১৪ রানের সেই পাহাড় অনায়াসে টপকে শ্রীলঙ্কায় রান তাড়ার রেকর্ড গড়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে হারানো স্বাগতিকরা কেন এভাবে ব্যর্থ হলো? জবাবে শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমাল অবশ্য বোলারদেরকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, ‘খেলাটা দারুণ হয়েছিল। আমরা ভালো পুঁজি সংগ্রহ করেছিলাম। কিন্তু বলতে গেলে উইকেট ছিল ব্যাটিং সহায়ক। বোলিং বিভাগ বিবেচনা করলে আমরা মানসম্মত বোলিং করিনি। একই সঙ্গে পরিকল্পনাগুলো ঠিক মতো প্রয়োগ করতে পারিনি।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া