adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্লেজিংয়ের খেসারত ওয়ার্নারের – তিন ডিমেরিট পয়েন্ট ও জরিমানা

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সবসময়ই প্রবল প্রতিপক্ষ। টেস্ট র‌্যাঙ্কিংয়ে যথাক্রমে ৩ ও ২ নম্বরের এই দল দুটির ম্যাচে কিছুটা উত্তেজনা ছড়াবে এমনটাই স্বাভাবিক। তবে ডারবানে সিরিজের প্রথম টেস্টে একটু বেশিই উত্তেজিত হয়ে পড়েছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও স্বাগতিক প্রোটিয়াদের কুইন্টন ডি কক। প্লেয়ার্স টানেলে প্রায় মারামারিই বেঁধে গিয়েছিল তাদের। এবার এই অপরাধের শাস্তি পেয়েছেন ওয়ার্নার। ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা সহ ৩ ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে তাকে।

ডারহাম টেস্টের চতুর্থ দিনে ওয়ার্নারের স্ত্রীকে নিয়ে টানেলে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন ডি কক, এমনটাই মিডিয়ায় খবর। তাতেই ক্ষেপেছিলেন অজি এই ওপেনার। তবে পরবর্তীতে জানা যায়, ওয়ার্নারও মাঠে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন প্রোটিয়া ব্যাটসম্যানদের। স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করায় প্লেয়ার্স টানেলে চটে গিয়ে ডি ককের দিকে তেড়ে যান ওয়ার্নার। এসময় অন্য খেলোয়াড়রা তাকে ধরে ড্রেসিংরুমে নিয়ে যান। পরে এই ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে।

এরপর আইসিসি ওয়ার্নারকে দুই মাত্রার অপরাধে অভিযুক্ত করে। ডি কককে এক মাত্রায়। ম্যাচ রেফারি জেফ ক্রোর সাথে অস্ট্রেলিয় টিম ম্যানেজমেন্টের দুই দফা সভার পর ওয়ার্নারকে ১৩ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানাসহ ৩টি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়। ২৪ মাসের মধ্যে আর একটি ডিমেরিট পয়েন্ট পেলেই তিনি এক টেস্ট অথবা দুই ওয়ানডের জন্য নিষিদ্ধ হবেন।

ডি ককের শাস্তি নির্ধারণের জন্য দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট বুধবার বিকেলে আলোচনায় বসবে ম্যাচ রেফারির সাথে। সূত্র : ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া