adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আত্মসাৎকৃত টাকা থেকে দুদক নগদ ৯২ লাখ উদ্ধার করলাে

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ভূমি অধিগ্রহণের নামে আত্মসাৎকৃত প্রায় পাঁচ কোটি টাকার মধ্যে নগদ ৯২ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জেলার হিসাব রক্ষণ অফিসের অডিটরের বাসা থেকে উদ্ধারকৃত এই অর্থ সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ নগদ উদ্ধার বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার রাতে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি বিশেষ টিম এই নগদ টাকা উদ্ধার করে বলে জানায় দুদকের জনসংযোগ সূত্র। এদিন তদন্ত টিমের সদস্যরা আত্মসাৎকৃত টাকা উদ্ধারের জন্য দেশের বিভিন্ন স্থানেও অভিযান চালায়।

দুদক সূত্র জানায়, গতকাল রাত আনুমানিক ১২টার দিকে দুদক টিমের সদস্যরা কিশোরগজ্ঞ শহরের হারুয়া এলাকার কাতিয়ার চর খুরশীদের মাঠসংলগ্ন কিশোরগঞ্জ জেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর মো. সৈয়দুজ্জামানের বাসায় আদালতের অনুমতি নিয়ে অভিযান চালান। এই অভিযানে বাসায় লুকানো বাজারের ব্যাগের ভেতর থেকে আত্মসাৎকৃত পাঁচ কোটি টাকার মধ্যে নগদ ৯২ লাখ টাকা উদ্ধার করা হয়।

ওই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং মো. সৈয়দুজ্জামানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্ধারকৃত টাকা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করে রাতেই কিশোরগঞ্জ মডেল থানায় জিম্মায় রাখা হয়েছে। বুধবার আদালতের অনুমতি সাপেক্ষে উদ্ধারকৃত ৯২ লাখ টাকা সরকারি ট্রেজারিতে জমা রাখার কথা রয়েছে।

গত ১৬ জানুয়ারি মো. সেতাফুল ইসলাম কিশোরগজ্ঞের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তার বিরুদ্ধে জেলা হিসাব রক্ষণ অফিস ও ব্যাংক কর্মকর্তাদের যোগসাজসে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগটি কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

ওইদিনই দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাম প্রসাদ মন্ডলকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। পরবর্তী সময়ে অনুসন্ধান প্রতিবেদনের আলোকে কমিশনের অনুমোদনের সাপেক্ষে ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাম প্রসাদ মন্ডল বাদী হয়ে সেতাফুল ইসলামের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই মামলার আসামি বর্তমান পিরোজপুর জেলার ভূমি অধিগ্রহণ কর্মকর্তাকে পিরোজপুর সার্কিট হাউস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মামলার তদন্তের স্বার্থে আদালতে জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড মঞ্জুর করে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া