adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৯০তম অস্কারে সেরা যারা

বিনোদন ডেস্ক : সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বসেছিল ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডের অর্থাৎ অস্কারের আসর। গতবারের মতো এবারের আসরেও উপস্থাপনার দায়িত্বে ছিলেন জিমি কিমেল। বিশ্বের ২২৫টিরও বেশি দেশে এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

বাংলাদেশের দর্শকদের জন্য অনুষ্ঠানটি সরাসরি দেখার ব্যবস্থা করেছিল স্টার মুভিজ চ্যানেল। তার পরও বিভিন্ন কারণে অনেকের ভাগ্য হয়নি বিশ্বের সবচেয়ে বড় এ পুরস্কারের আসরটি সরাসরি উপভোগ করার। আসুন তবে দেখে নেই কারা হলেন এবারের আসরে সেরা।

১। সেরা ছবি: ‘দ্য শেপ অব ওয়াটার’

২। সেরা পরিচালক: গিয়েরমো দেল তোরো

৩। সেরা অভিনেতা: গ্যারি ওল্ডম্যান, ‘ডার্কেস্ট আওয়ার’ ছবির জন্য

৪। সেরা অভিনেত্রী: ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড, ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি’ছবি জন্য

৫। সেরা পার্শ্ব অভিনেতা: স্যাম রকওয়েল, ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ ছবির জন্য

৬। সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যালিসন জ্যানি, ‘আই, টনিয়া’ ছবির জন্য

৭। সেরা চিত্রনাট্য: ‘গেট আউট’

৮। অ্যাডাপটেড স্ক্রিনপ্লে: ‘কল মি বাই ইয়োর নেম’

৯। সেরা বিদেশি ভাষার ছবি: ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’

১০। সেরা অ্যানিমেটেড ছবি: ‘কোকো’

১১। ভিজ্যুয়াল ইফেক্টস: ‘ব্লেড রানার ২০৪৯’

১২। সেরা ছবি সম্পাদনা: ডানকার্ক

১৩। সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: ‘ডিয়ার বাস্কেটবল’

১৪। সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: ‘দ্য সাইলেন্ট চাইল্ড’

১৫। সেরা ডকুমেন্টরি শর্ট: ‘হেভেন ইজ আ ট্রাফিক জ্যাম অন দ্য ৪০৫’

১৬। সেরা স্কোর: ‘দ্য শেপ অব ওয়াটার’

১৭। সেরা গান: ‘রিমেম্বার মি’ (ছবি কোকো)

১৮। সেরা প্রোডাকশন ডিজাইন: ‘দ্য শেপ অব ওয়াটার’

১৯। সেরা সিনেমাটোগ্রাফি: ‘ব্লেড রানার ২০৪৯’

২০। সেরা কস্টিউম ডিজাইন: ‘প্যানটম থ্রেড’

২১। সেরা মেকাপ অ্যান্ড হেয়ার স্টাইলিং: ‘ডার্কেস্ট আওয়ার’

২২। সেরা ডকুমেন্টরি ফিচার: ‘ইকারাস’

২৩। সেরা শব্দ সম্পাদনা: ‘ডানকার্ক’

২৪। সেরা সাউন্ড মিক্সিং: ‘ডানকার্ক’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া