adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বললনে – বাড়ি বাড়ি গিয়ে মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করা হবে

ডেস্ক রিপোর্ট : মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতার পর থেকে শেখ হাসিনা ছাড়া কোনো সরকার মুক্তিযোদ্ধাদের জন্য কিছুই করে নাই। ইতোমধ্যে বাড়ি বাড়ি গিয়ে মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করার সিন্ধান্ত নেয়া হয়েছে। এ সময় প্রতি মুক্তিযোদ্ধার যুদ্ধকালীন স্মৃতি ১০ মিনিট করে লিপিবদ্ধ করা হবে।

রোববার দুপুরে লালমনিরহাটের বুড়িমারী মুক্তিযুদ্ধের ৬নং সেক্টর মুক্তিযোদ্ধাদের এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের কারণেই আজ ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি হচ্ছে। এর জন্য আমরা মুক্তিযোদ্ধারাই দায়ী। মুক্তিযোদ্ধার সন্তানরা বলতে পারে না, তার বাবা কোন সেক্টরে যুদ্ধ করেছে। বলতে পারে না জাতীয় ৪ নেতার নাম।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন, ১৯৭১ সালে বুলেটের মাধ্যমে বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে দেশ উপহার দিয়েছে মুক্তিযোদ্ধারা। এবাব বুলেট নয়, ব্যালেটের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে মুক্তিযোদ্ধারা।

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুর কুতুবুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন রুপালী ব্যাংকের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আতাউর রহমান প্রধান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহেম্মদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি, সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমি, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া