adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ড. জাফর ইকবালের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ছুরিকাঘাতে আহত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ছাড়াও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার নিন্দা জানিয়েছেন।’

একই সঙ্গে প্রধানমন্ত্রী হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য নির্দেশ দিয়েছেন বলেও জানান আবদুস সোবহান গোলাপ।

এক বিবৃতিতে আওয়ামী লীগৈর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ড. জাফর ইকবালের মতো সকলের শ্রদ্ধাভাজন দেশবরেণ্য শিক্ষকের ওপর হামলা দেশে অশুভ শক্তির অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিত বহন করে।

তিনি আটক হামলাকারীসহ এর নেপথ্যে জড়িত সবার মুখোশ উন্মোচন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে শনিবার বিকেল পাঁচটা ৩৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের রোবট প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান চলাকালে অধ্যাপক ড. জাফর ইকবালের মাথার পেছনে ছুরিকাঘাত করেন এক যুবক। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় উপস্থিত শিক্ষার্থীরা হামলাকারী যুবককে আটক করে গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ করেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া