adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমেরিকার সিদ্ধান্তের বিরুদ্ধে জেগে ওঠার ডাক

আন্তর্জাতিক ডেস্ক : মুসলমানদের পবিত্র শহর ও ফিলিস্তিনি ভূমি বায়তুল মুকাদ্দাসকে ইসরায়েলের রাজধানী করার মার্কিন সিদ্ধান্তকে আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে আন্তর্জাতিক ইউনিয়ন অব মুসলিম স্কলার্স। মার্কিন এ সিদ্ধান্তের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এখনই জেগে ওঠার আহ্বান জানিয়েছে কাতারভিত্তিক সংগঠনটি।

জেরুজালেম খ্যাত বায়তুল মুকাদ্দাস তিন ধর্মের অনুসারীদের কাছেই পবিত্র শহর। কিন্তু দখলকৃত ফিলিস্তিনি এই শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাসে সরিয়ে নেয়ার ঘোষণা দেন তিনি।

মার্কিন এই সিদ্ধান্তকে হটকারী ও পক্ষপাতদুষ্ট আখ্যায়িত করে প্রত্যাখ্যান করে ফিলিস্তিন। মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় ইন্তিফাদা বা সর্বাত্মক গণ-অভ্যুত্থানের ডাক দেয় দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। ফাতাহসহ অন্য দলগুলোও চলমান এই ইন্তিফাদায় অংশিদার হয়।

এদিকে বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করে মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় সংস্থা ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। একই সঙ্গে মুসলিমদেশগুলোর রাজধানী ওই শহরে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ব সম্প্রদায়ও মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয়।

নতুন করে খবর বের হয় যে, মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এরপরই সবাইকে জেগে ওঠার ডাক দেয় আন্তর্জাতিক ইউনিয়িন অব মুসলিম স্কলার্স। রোববার এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব আলী আল-কারাদাগি বলেছেন, ‘আমেরিকার এই সিদ্ধান্ত আগ্রাসনের শামিল। এর আগ্রাসন রুখে দিতে ফিলিস্তিনি, আরব ও মুসলিম বিশ্বকে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, মার্কিন দূতাবাস তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাসে স্থানান্তরের ঘোষণার মধ্য দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এটা ফিলিস্তিনের ওপর ইসরায়েলি দখলদারিত্ব বৈধ করার মার্কিন পদক্ষেপ। সুতরাং তাদের এই পরিকল্পনা রুখে দিতে হবে।’

ইউনিয়িন অব মুসলিম স্কলার্সের মহাসচিব আলী আল-কারাদাগি বলেন, ‘বায়তুল মুকাদ্দাস আমাদের, মুসলমানদের। আমাদের এই পবিত্র শহরকে ভুলে যাওয়ার কোন সুযোগ নেই। বায়তুল মুকাদ্দাস বদলে দেয়ার অর্থ হবে গোটা মুসলিম উম্মাহর জন্য অপমান। এর বিরুদ্ধে সবাইকে জেগে উঠতে হবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া