adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত অলিম্পিক কমিটির

স্পোর্টস ডেস্ক : রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। তবে শর্ত দেওয়া হয়েছে – দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে চলতি শীতকালীন অলিম্পিকে আর কোনো রুশ অ্যাথলেটের শরীরে নিষিদ্ধ বলবর্ধক পাওয়া গেলে সিদ্ধান্ত বদলানো হবে

এছাড়া নিষেধাজ্ঞা পিয়ংচ্যাং অলিম্পিক শেষ না হওয়া পর্যন্ত বলবত থাকবে। অর্থাৎ রোববার অলিম্পিকের সমাপনী প্যারেডেও রুশ অ্যাথলেটরা রাশিয়ার পতাকা বহন করতে পারবে না।

রাশিয়ার সোচিতে ২০১৪ সালের শীতকালীন অলিম্পিকে সরকারি মদতে রুশ অ্যাথলেটদের বিরুদ্ধে দেদারসে নিষিদ্ধ মাদক ব্যবহারের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার পর গত ডিসেম্বরে আইওসি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

তবে তদন্তে যেসব রুশ অ্যাথলেটের বিরুদ্ধে সোচিতে মাদক ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি তেমন ১৬৮ জন পিয়ংচ্যাংয়ে অংশ নিয়েছেন। দুটি সোনাসহ ১৬টি পদক তারা জিতেছেন।

পিয়ংচ্যাং অলিম্পিকে দু’জন রুশ অ্যাথলেটের শরীরে নিষিদ্ধ মাদক পাওয়ার পর প্রশ্ন দেখা দিয়েছিল রাশিয়ার ওপর আদৌ নিষেধাজ্ঞা উঠবে কিনা।

তবে আইওসি প্রেসিডেন্ট টমাস বাক বলেছেন, পিয়ংচ্যাংয়েও দু’জন রুশ অ্যাথলেটের বিরুদ্ধে মাদক ব্যবহারে প্রমাণ পাওয়া গেলেও এর পেছনে রুশ অলিম্পিক কমিটির কোনো ভূমিকা থাকার প্রমাণ পাওয়া যায়নি।

তবে এ ঘটনায় পিয়ংচ্যাংয়ের সমাপনী অনুষ্ঠানেও রাশিয়ার পতাকা বহনের ওপর নিষেধাজ্ঞা বলবত রাখা হয়েছে।

কেন রুশ অলিম্পিক কমিটি নিষিদ্ধ হয়েছিল?-
রুশ অলিম্পিক কমিটির একজন চিকিৎসক, গ্রীগরি রডচেনকভ, ফাঁস করে দেন সোচিতে ২০১৪ সালের শীতকালীন অলিম্পিকে সরকারের মদতে নিয়ম করে রুশ অ্যাথলেটদের ব্যাপক মাত্রায় নিষিদ্ধ বলবর্ধক করতে দেওয়া হয়েছিল।

রডচেনকভ, যিনি সোচি অলিম্পিকের সময় রাশিয়ার ডোপিং পরীক্ষার ল্যাবরেটরির দায়িত্বে ছিলেন, অভিযোগ করেছিলেন ওপর মহলের নির্দেশে তিনি রুশ অ্যাথলেটদের মূত্রের বহু নমুনা বদলে দিয়েছিলেন।

রডচেনকভ বর্তমানে যুক্তরাষ্ট্রে পালিয়ে রয়েছেন। এই অভিযোগের পর ডোপিং বিরোধী আন্তর্জাতিক সংস্থার একটি তদন্ত রিপোর্টে বলা হয়, ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত রাশিয়ায় সরকারি মদতে এই ডোপিং কারসাজির ফলে তাদের এক হাজার অ্যাথলেট বেআইনি সুবিধা পেয়েছে। এরপর ডিসেম্বর রুশ অলিম্পিক কমিটিকে নিষিদ্ধ করা হয়।

তবে শনিবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার সময় আইওসির একজন সিনিয়র কর্মকর্তা নিকোল হোভার্তজ মন্তব্য করেন, এই ঘটনাকে পেছনে রেখে আমাদের সামনে এগুতে হবে। -আইওসি ওয়েবসাইট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া