adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্নীতি ও ঘুষ গ্রহণের দায়ে ফেঁসে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

ISRAILআন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতি ও ঘুষ গ্রহণের দুই মামলায় পুলিশের হাতে প্রমাণ থাকায় ফেঁসে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি দেশটির পুলিশ বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, ঘুষ নেয়ার পাশাপাশি বেশকিছু দুর্নীতির দায়ে অভিযুক্ত হতে যাচ্ছেন নেতানিয়াহু।

পুলিশ বলছে, দুটি ভিন্ন মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের যথেষ্ট পরিমাণের প্রমাণ তাদের কাছে এসেছে।  তবে ইসরায়েলি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে পুলিশের এমন অভিযোগকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন নেতানিয়াহু, সেই সঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো একদিন ভুল বলে প্রমাণিত হবে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে দেশটিতে বিক্ষোভের মুখে ক্ষমতা থেকে সরে দাঁড়াতেও অস্বীকৃতি জানিয়েছেন নেতানিয়াহু।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর বিরুদ্ধে প্রথম অভিযোগ হলো, ইসরায়েলি পত্রিকা জেদিওট হ্যারন্ট’র প্রকাশককে ইতিবাচক খবর প্রকাশের জন্য নেতানিয়াহু ঘুষ প্রদান করেন। এ ছাড়া জেদিট হ্যারন্টের অন্য আরেকটি পত্রিকায় অর্থায়ন ও নানাভাবে সহায়তার মাধ্যমে পত্রিকাটিকে শীর্ষে নিয়ে আসবেন, এমন প্রতিশ্রুতিও দিয়েছিলেন নেতানিয়াহু।
 
আর এতেই নেতানিয়াহু, জেদিট হ্যারন্ট ও আরনন মুজেজ-এর সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
 
নেতানিয়াহুর বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ, ২০০৯ সাল থেকে বর্তমান পর্যন্ত হলিউডের নামী দামি শিল্পীদের কাছ থেকে বিশেষ সুবিধার বিনিময়ে ২ লাখ ৮৩ হাজার ডলারের উপহার সামগ্রী নিয়েছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া