adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোর্ট রায় দিয়েছে, এতে আমাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কী যুক্তি থাকতে পারে : শেখ হাসিনা

HASINAডেস্ক রিপাের্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের কথা উল্লেখ করে বলেছেন, ‘কোর্ট রায় দিয়েছে, এতে আমাকে গালি দেওয়া বা আমাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কী যুক্তি থাকতে পারে, সেটা তো আমরা বুঝি না।’

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাতে ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনায় এই কথা বলেন শেখ হাসিনা।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামান। রায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই মামলা তো আওয়ামী লীগ দেয়নি। ২০০৭-এ মামলা দিয়েছে। ২০০৮-এ মামলা শুরু। ১০ বছর মামলা চলেছে। ২৩৬টা দিন মামলার তারিখ পড়েছে। এই ২৩৬ দিনের মধ্যে খালেদা জিয়া কোর্টে হাজির হয়েছে মাত্র ৪০ দিন। তাঁর আপত্তিতে তিনবার কোর্ট বন্ধ হয়েছে।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের টাকা আত্মসাৎ করবে, এতিমের টাকা আত্মসাৎ করবে। এতিমের আত্মসাৎ করবে, এটা তো কোরআন শরিফেই আছে, এটা মহাঅন্যায়, এতিমের সম্পদ কেউ আত্মসাৎ করতে পারে না। আল্লাহই বিচার করে।’

ইতালি আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুকন্যাকে স্বাগত জানান। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশ পিছিয়ে পড়েছিল। কারণ, যারা অবৈধভাবে দেশের নেতৃত্বে আসে, তাঁরা কখনো দেশের উন্নয়ন চায়নি।

এর আগে একই দিনে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাদ) ৪১তম পরিচালনা পরিষদের উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার স্থানীয় সময় রাত ১০টায় আবুধাবির উদ্দেশে ইতালি ছাড়বেন শেখ হাসিনা। ১৬ ফেব্রুয়ারি দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া