adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জ্যাকব জুমাকে প্রেসিডেন্টের পদ থেকে সরতে হচ্ছে

JAKOBআন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) পার্টি জ্যাকব জুমাকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। খবর এএফপির।

জুমা পদত্যাগে অস্বীকৃতি জানানোর পর মঙ্গলবার এই সিদ্বান্ত নেয়া হয় বলে স্থানীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে।

এএনসির ১০৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি একটি হোটেলে ১৩ ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করে। প্রেসিডেন্ট পদে থেকে একের পর এক কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগে অবশেষে তারা তাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।

স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর দিলেও এএনসির পক্ষ থেকে এখনো বিষয়টি নিশ্চিত করা হয়নি।

তবে সংবাদ মাধ্যমগুলো বলছে, এএনসি জুমার প্রতি পুনরায় পদত্যাগের আহ্বান জানাবে। যদিও এএনসির এ আহ্বান মানতে জুমা সাংবিধানিকভাবে বাধ্য নয়। কিন্তু পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে সরিয়ে দেয়া সম্ভব।

২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট জ্যাকব জুমার ওপর দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়ার পর থেকে পদত্যাগের চাপ বাড়ছে। নিজ দল এএনসির ভেতর থেকেই এখন প্রচণ্ড রকম চাপের মুখে তিনি। এরই মধ্যে গত ডিসেম্বরে তার স্থলে দলীয় প্রধানের দায়িত্ব পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট রামাফোসা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া