adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিকের ছয় হাজার শিক্ষার্থী বিনামূল্যে ট্যাব পাচ্ছে

TABডেস্ক রিপাের্ট : ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে শিক্ষার ডিজিটাল রূপান্তরে গুরুত্ব দিচ্ছে সরকার। এজন্য প্রাথমিক শিক্ষার্থীদের হাতে ডিজিটাল ডিভাইস তুলে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে গাজীপুরের ২০ টি প্রাথমিক বিদ্যালয়ের ছয় হাজার শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেয়া হবে। পাইলট প্রকল্পটি সফলতার মুখে দেখলে পর্যায়ক্রমে প্রাথমিকের সকল শিক্ষার্থীর হাতে ট্যাব সরবরাহ করা হবে।

এ নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, আপনার জানেন শিক্ষার ডিজিটাল রূপান্তরের জন্য আমি ব্যক্তিগত ভাবে বহুদিন ধরে কাজ করছি। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে শিক্ষার ডিজিটাল রূপান্তরে গুরুত্ব দিচ্ছে সরকারও। এজন্য দেশের প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের হাতে ডিজিটাল ডিভাইস তুলে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে গাজীপুরের ২০ টি প্রাথমিক বিদ্যালয়ের ছয় হাজার শিক্ষার্থীর হাতে ডিজিটাল ডিভাইস তুলে দেয়া হবে।

মোস্তাফা জব্বার আরো বলেন, যদি এই পাইলট প্রকল্পটি সফল হয় তবে আমাদের কাজ হবে বাংলাদেশের সকল ছাত্র-ছাত্রীর হাতে একটি ডিজিটাল ডিভাইস পৌঁছে দেয়া। সে যেনো তার ডিজিটাল ডিভাইস দিয়ে সারা পৃথিবীর সঙ্গে যু্ক্ত হতে পারে। পাশাপাশি তার শিক্ষাটা গ্রহণ করতে পারে। আমরা চাই যে স্কুল ব্যাগ ছাড়াই ডিজিটাল ডিভাইস নিয়ে স্কুলে যাক। সে এটা দিয়েই তার শিক্ষাকার্যক্রম সম্পন্ন করুক।

মোস্তাফা জব্বার জানান, প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া এই ডিজিটাল ডিভাইসে থাকবে ডিজিটাল পাঠ্যপুস্তক, ক্লাশের ভিডিও, কবিতা, ছড়া, গল্প সে এই ডিভাইসের মাধ্যই শিখতে পারবে। এছাড়াও এই ডিভাইসে থাকছে শিক্ষাবিষয়ক নানা কনটেন্ট যেমন শিক্ষামূলক কার্টুন-গেইম, আঁকাআঁকির অ্যাপ ইত্যাদি।

মোস্তাফা জব্বার আরো বলেন, আমি সবসময় বলি, লেখাপড়ার জন্য কাগজের বই থাকবে না। সুতরাং বুঝতে পারেন ডিজিটাল কনটেন্টকে আমি কতটা গুরুত্ব দেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ‘জ্ঞানভিত্তিক সমাজ’ গড়ার। ২০৪১ সালের মধ্যে উনি জ্ঞানভিত্তিক সমাজ করতে চান। ডিজিটাল বাংলাদেশের পরের স্তর জ্ঞানভিত্তিক সমাজ। এজন্য প্রাথমিকের শিক্ষাকে ডিজিটাল রূপান্তরেন আনতে হবে।

জানা গেছে, শিশুদের হাতে তুলে দেয়া এই ডিভাইস হবে ট্যাব। এই ট্যাব  বাংলাদেশি প্রতিষ্ঠান থেকে ক্রয় করা হবে। সে অনুযায়ী ‘দোয়েল’ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) থেকে এসব ডিভাইস তৈরি ও ক্রয়ের প্রস্তুতি চলছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া