adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্পিনবিষে কাউকে জবাব দেননি রাজ্জাক

RAZZAKক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের কয়েকজন খেলোয়াড় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অবহেলার শিকার হয়েছিলেন। অপছন্দেরও বলা যায়। তাদের মধ্যে অন্যতম বলতে হবে আব্দুর রাজ্জাককে। কারণ, এই বাঁহাতি স্পিনার যে হাথুরু যুগের শুরুতে জাতীয় দল থেকে ছিটকে পড়ার পর আর ফিরতেই পারেননি।

ঘটনাক্রমে ফিরতে পেরেছেন হাথুরু যুগের অবসানের পর। ভাগ্যের অদ্ভুত খেলায় ফিরলেন যখন, তখন হাথুরু প্রতিপক্ষের কোচ। সেই দলের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে স্পিনবিষ শুধু লঙ্কান ব্যাটসম্যানদেরই পোড়ায়নি, পুড়িয়েছে হাথুরুকেও। রাজ্জাকের জবাবটা হয়েছে মোক্ষম। তবে বৃহস্পতিবার প্রথম দিনের খেলা শেষে বিনয়ী রাজ্জাক জানালেন, তার এদিনের পারফরম্যান্স কারো জন্য কোনো জবাব নয়। সেইসব অভিজ্ঞ খেলোয়াড় যারা জাতীয় দলে সুযোগ না পেয়ে হাল ছেড়ে দিচ্ছেন তাদের বিশ্বাস ধরে রাখার রশদটাই হতে পারে তার এই পারফরম্যান্স।

ঠিক চার বছর চার দিন পর ফের টেস্ট খেললেন রাজ্জাক। আর ইনিংসের দ্বিতীয় ওভারেই রাজ্জাকের হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। আর অধিনায়কের আস্থার প্রতিদানটা দিতে খুব বেশি দেরি করেননি তিনি। নিজের তৃতীয় ওভারেই উইকেট। এরপর আরও তিনটি। প্রথম পাঁচ উইকেটের চারটি তার। স্বপ্নের মতো ফেরা। সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টের প্রথম দিনের দুই সেশনের পরই শ্রীলঙ্কা অল আউট ২২২ রানে। প্রথম উইকেট রাজ্জাকের। এর এক উইকেট পতনের পরই হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন। হয়নি হ্যাটট্রিক। কিন্তু ১৬ ওভারে ২ মেইডেনে ৬৩ রান দিয়ে রাজ্জাকই এদিনের সেরা বোলার। বোলিং আক্রমণে নেতা।

সংবাদ সম্মেলনে তাই স্বাভাবিক প্রশ্ন, ‘আজকের পারফম্যান্স গত চার বছর সুযোগ না পাওয়ার জবাব কি?’ রাজ্জাক মাথা নাড়েন এদিক ওদিক। ‘না, তা নয়। আমি আসলে জবাব হিসেবে দেখছি না। যখন যেখানে খেলার সুযোগ পেয়েছি, চেষ্টা করেছি ভালো করার। ভালো হলে খুশি হই। খারাপ হলে যে খুব মন খারাপ হয় সেটা না। আমি চেষ্টা করি সমস্যা খুঁজে বের করার। পারফরম্যান্সকে আসলে জবাব হিসেবে বলা ঠিক হবে না।’

রাজ্জাকের মতো ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে অবহেলিত আছেন বেশ ক'জন ক্রিকেটারই। গত তিন বছরে রানের ফোয়ারা ছুটিয়েও জাতীয় দলে ফিরতে পারেননি শাহরিয়ার নাফীস। তুষার ইমরান তো ক'দিন আগে ফার্স্ট ক্লাস ক্রিকেটে দেশের হয়ে প্রথম যোগ দিয়েছেন ১০ হাজারী ক্লাবে। ধারাবাহিক রান করে যাচ্ছেন নাঈম ইসলামও। জাতীয় দলের হয়ে খেলা শেষ সিরিজেও যিনি হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। আছেন আরো দু একজন।

তাই রাজ্জাকের ফেরাটা হতে পারে জাতীয় দল থেকে বাদ পড়া অভিজ্ঞ ক্রিকেটারদের জন্য দৃষ্টান্ত। রাজ্জাক নিজেই সেটা বোঝাতে চাইলেন ঘরোয়া ক্রিকেটের সতীর্থদের, ‘অবশ্যই আমি এটা (দৃষ্টান্ত) মনে করি। এখনকার সময়ে ক্রিকেটের যে অবস্থা, তারপরও আমাকে দলে নেয়া হয়েছে, এর জন্য বোর্ডকে ধন্যবাদ। এটাতেই প্রমাণ হয় কারো সময় শেষ হয়ে যাচ্ছে না কখনো। সুযোগ থাকে আরকি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া