adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদো ভীষণ ক্ষেপেছেন জিদানের ওপর

RONALDOস্পোর্টস ডেস্ক : লা লিগার ম্যাচে লেভান্তের বিপক্ষের ম্যাচটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কারণ ওই দিনটি ছিল সি আর সেভেনের জন্মদিন। ৩২ পেরিয়ে তেত্রিশের ঘরে পা রেখেছেন এ পর্তুগীজ উইঙ্গার। কিন্তু সেটাতো হলোই না উল্টো ম্যাচটায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে রিয়াল মাদ্রিদকে।

আর এ নিয়ে এবার কোচ জিনেদিন জিদানের ওপর বেজায় চটেছেন সিআর সেভেন। ওই দিন মূল একাদশে ছিলেন রোনালদো। তবে গোল না পাওয়ায় ম্যাচ শেষ হওয়ার ৬ মিনিট আগে তাকে তুলে মার্কো অ্যাসেনসিওকে নামান জিদান। এতে লক্ষ্য অধরা থেকে যাওয়ায় গুরুর সিদ্ধান্তে বেজায় খেপে যান তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, মাঠ ছেড়ে বেরিয়ে আসার সময় রোনালদোর দিকে ক্যামেরা তাক করেন ম্যাচ সম্প্রচারে দায়িত্বরত কর্মীরা। এ দেখে তাদের উদ্দেশে পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার বলেন, ‘আমার ছবি না তুলে খেলায় মনঃসংযোগ করুন।’ সমালোচকদের যত আপত্তি এ বাক্য নিয়েই। প্রশ্নবিদ্ধ করেছেন রোনালদোকে। তীর ছুড়েছেন তার আচরণের দিকে।

অবশ্য রোনালদোর এমন কথায় দোষের কিছু দেখেননি দলীয় নেতা রামোস। ম্যাচশেষে তিনি বলেন, ‘দলের পারফরম্যান্সে অন্যদের মতো রোনালদোও হতাশ। এ পরিস্থিতিতে যতটা সম্ভব আমরা তার পাশে থাকার চেষ্টা করছি।’

এর মধ্যে রোনালদোকে তুলে অ্যাসেনসিওকে নামানোর ব্যাখ্যাও দেন জিদান, ‘মাঝমাঠের শক্তি বাড়াতে তাকে তুলে নিয়েছিলাম। দলের স্বার্থেই ছিল এ বদল।’

রোনালদোকে তুলে নেয়ায় ঘটে হিতে বিপরীত। তিনি উঠে যাওয়ার ৩ মিনিটের মধ্যেই গোল খেয়ে বসে লস ব্লাঙ্কোজরা। এতে ২-২ গোলের হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ফলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে ওঠা হয়নি দলটির। ৩৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকে তারা। যার দরুণ, লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার আশা কার্যত শেষ হয়ে গেছে স্প্যানিশ জায়ান্টদের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া