adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় যুবারা প্রত্যেকে পাবেন ৩০ লাখ রুপি

LAC INDIA স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়াকে হারিয়ে চতুর্থবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো ভারতীয় যুবরা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর আগে ২০১২ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছিল ভারত। রেকর্ড গড়ে শিরোপায় জেতায় উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নবীন এ চ্যাম্পিয়নদের আর্থিকভাবে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে।

পুরস্কারের ঘোষণা অবশ্য আগে দিয়ে রেখেছিল বিসিসিআই। সেমিফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠার পরই ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা প্রাইজমানির ঘোষণা দেয়। শনিবার ফাইনালে জেতার পর এক টুইট-বার্তায় বিসিসিআই প্রত্যেক খেলোয়াড়কে ৩০ লাখ ভারতীয় রুপি করে দেয়ার ঘোষণা দেয়। এছাড়া কোচ রাহুল দ্রাবিড় প্রাইজমানি হিসেবে পাবেন ৫০ লাখ রুপি। পুরস্কৃত হবেন দলের সহযোগী স্টাফরাও। তারা পাবেন ২০ লাখ রুপি করে।

অবশ্য এর মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১২তম আসরের নিলামে ফ্র্যাাঞ্চাইজিগুলো বেশ কয়েকজন যুবা ক্রিকেটারকে কিনে নিয়েছে। যুবাদের অধিনায়ক পৃথ্বি শাওকে ১.২০ কোটি ও মানজিত কালরাকে ২০ লাখ রুপির বিনিময়ে দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। কলকাতা নাইট রাইডার্স কিনেছে অনূর্ধ্ব-১৯ দলের ৩ খেলোয়াড়কে। কমলেশ নাগরকটিকে ৩.২০ কোটি, শিভম মাভিকে ৩ কোটি ও শুবম্যান গিলকে ১.৮০ কোটি রুপিতে কিনেছে বাংলার দলটি। অন্যদিকে সান রাইজার্স হায়দরাবাদ ১১ কোটি রুপিতে কিনেছে মনিশ পান্ডেকে। মুম্বাই ইন্ডিয়ান্স অনুকুল রয়ের পেছনে ব্যয় করেছে ২০ লাখ রুপি।-ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া