adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এরশাদ বললেন – আমার ওপর যে নির্যাত হয়েছে তার একভাগও পাননি খালেদা : এরশাদ

ERSHEDডেস্ক রিপাের্ট : জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ক্ষমতার ছাড়ার পর বিএনপি তার ওপর যে নির্যাতন করেছিল তার একশ ভাগের এক ভাগও খালেদা জিয়ার ওপর করা হয়নি।

শনিবার বিকালে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে উপজেলা জাতীয় পার্টির এক জনসভায় এরশাদ এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এরশাদ এবং তার দলের নেতা মশিউর রহমান রাঙ্গার নানা বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। রাঙ্গা কক্সবাজারে গিয়ে এক জনসভায় বলেছিলেন, খালেদা জিয়াকে ১৫ দিনের মধ্যে জেলে যেতে হবে।

আবার ২৩ জানুয়ারি লালমনিরহাটে এক দলীয় অনুষ্ঠানে এরশাদ বলেন, ‘ওনার (খালেদা) বেশি দিন নাই। ওনাকে জেলে যেতেই হবে।’

এরশাদ ও রাঙ্গার এসব বক্তব্যকে সামনে নিয়ে এসেই বিএনপি দাবি করছে, দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায় আগেই লেখা।

তবে খালেদা জিয়াকে নিয়ে এরশাদ তার বক্তব্য চালিয়েই যাচ্ছেন। বিএনপি সরকারের আমলে কারাগারে থাকার অভিজ্ঞতা বর্ণনা করে ঠাকুরগাঁওয়ে তিনি বলেন, ‘আমাকে রমজান মাসে ঠিকমত ইফতার কিংবা সেহরিও করতে দেওয়া হয়নি। এতে আমি অসুস্থ হয়ে পড়লে আমার স্ত্রী আমাকে হাসপাতালে নেওয়ার জন্য অনশন করলে বেগম খালেদা জিয়া বলেছিলেন, এরশাদ জীবন্ত অবস্থায় কারাগারে গেছে, আর লাশ হয়ে কারাগার থেকে বের হবে।’

‘আমার ওপর যে নির্যাতন করা হয়েছে, সে তুলনায় বেগম খালেদা জিয়ার উপর একশ ভাগের এক ভাগও করা হয়নি।’

এরশাদ তার ছয় বছর জেলে থাকার বর্ণনা দিয়ে বলেন, ‘পৃথিবীর কোন নেতাকে এত দীর্ঘ সময় কারা ভোগ করতে হয়নি। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও একটানা এতদিন জেলে থাকতে হয়নি।’

বর্তমানে দেশে যে উন্নয়ন হচ্ছে তার ভিত্তি জাতীয় পার্টির সরকার স্থাপন করেছিল দাবি করে এরশাদ বলেন, ‘সেই ভিত্তির উপর বর্তমান ও তার পূর্বের সরকারগুলো ধারাবাহিকতা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে।’

জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসলে দেশের মানুষের দুঃখ ঘুচবে অঙ্গীকার করে সাবেক রাষ্ট্রপতি আগামী নির্বাচনে আবার লাঙ্গল মার্কায় ভোট দিতে ঠাকুরগাঁওবাসীকে অনুরোধ জানান।

জনসভায় জাতীয় পর্টির সভাপতিম-লীর সদস্য ও ঠাকুরগাঁও-৩ আসনের  সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য শওকত আলী ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া