adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ম্যাচ ফিক্সিংয়ের ভয়ঙ্কর ছবি (ভিডিও)

FIXINGস্পাের্টস ডেস্ক : মাত্র দু’দিন চলার পর বন্ধ করে দেওয়া হল  টুর্নামেন্ট৷ কারণ ভয়ঙ্কর ম্যাচ গড়াপেটা।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটা ভিডিও ফুটেজ৷ তাতেই কেঁপে গেল ক্রিকেটমহলের ভিত৷ সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড অনুমোদিত আজমন অলস্টার লিগে দুবাই স্টার বনাম শারজা ওয়ারিয়র্সের টি- টোয়েন্টি ম্যাচ চলছিল৷ দুবাইয়ের ১৩৬ রান তাড়া করতে নেমে শারজা অলআউট হয়ে যায় মাত্র ৪৬ রানে৷ ওয়ারিয়র্সের বেশিরভাগ ক্রিকেটার স্বেচ্ছায় রানআউট হন অথবা হাস্যকরভাবে স্ট্যাম্প আউট হয়ে ক্রিজ ছাড়েন৷ উইকেটকিপার বল ধরতে না পারলেও ব্যাটসম্যানকে ক্রিজের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আউট হওয়ার অপেক্ষায়!

রান আউটগুলোও অত্যন্ত উদ্ভট৷ দুই ব্যাটসম্যানই ক্রিজের মাঝপথে এসে দাঁড়িয়ে যাচ্ছেন এবং ফিল্ডার ধীরে সুস্থে বল ধরে উইকেটকিপারের হাতে ছুঁড়ে দিচ্ছেন রান আউট করার জন্য, এমন ছবি বার বার দেখা  গেছে ম্যাচে৷

ম্যাচের ভিডিও ফুটেজ প্রকাশ্য আসার পরেই আইসিসির দূর্নীতি দমন শাখা তদন্ত শুরু করেছে গোটা টুর্নামেন্টের পরিচ্ছন্নতা নিয়ে৷ আইসিসির অ্যান্টি কোরাপশন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল প্রেস বিজ্ঞপ্তি জারি করে তদন্তের কথা ঘোষণা করেছেন৷ দু’দিন চলার পরেই বন্ধ করে দেওয়া হয়েছে টুর্নামেন্টটি৷ শুধু এই লিগটিই নয়, আজমন ওভালে কোনও রকম ক্রিকেট ম্যাচ আয়োজনের উপর নিষধাজ্ঞা জারি করা হয়েছে৷

কেভিন পিটারসেন, মাইকেল ভন, ব্রেন্ডল টেলরের মতো আন্তর্জাতিক ক্রিকেটরার নিজেদের বিস্ময় প্রকাশ করেছেন ফুটেজ দেখে৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া