adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কূটনীতিকদের কাদের বললেন -আপনাদের দেশে বিরোধীরা কি বিদেশিদের কাছে নালিশ করে?

KADERডেস্ক রিপাের্ট : দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়কে সামনে রেখে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করায় কূটনীতিকদের কড়া সমালোচনা করেছেন ওবায়দুল কাদের।

কূটনীতিকদের কাছে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখেছেন, তাদের দেশের কোনো মামলা নিয়ে বিরোধীদল এভাবে বিদেশিদের সঙ্গে বৈঠক করে কি না।

বুধবার রাজধানীতে শ্রমিক-কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিচার আন্দোলন সংঘঠনটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি এসব কথা বলেন।

গতকাল মঙ্গলবার বিকালে ঢাকায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে জরুরি বৈঠক করেছে বিএনপি। এই বৈঠকে খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি ‘সাজানো’ ও ‘বানোয়াট’ বলে কূটনীতিকদের কাছে তুলে ধরে বিএনপি।

ওই বৈঠকের সমালোচনা করে কাদের বলেন, ‘আপনারা যারা কাল উপস্থিত হয়েছেন তাদের দেশের কোনো বিরোধীরা কূটনৈতিকদের সাথে আদালতের রায় নিয়ে নালিশ করে?’।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমাদের দেশের আদালত যে কোনো অপরাধের মামলার বিচার কাজ পরিচালনা করবে, তার রায় দেবে। এতে বিদেশিদের কী করার আছে? ওরা আন্দোলনে ব্যর্থ হয়ে এখন বিদেশিদের কাছে নালিশ করছে। বিদেশিরা কি আমাদের আদালতকে প্রভাবিত করবে?’।

উস্কানি দেব না, তবে আক্রমণ হলে জবাব

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়ের দিন সাধারণ মানুষের ওপর কোনো হামলা হলে জবাব দেয়ার কথাও বলেন কাদের। বলেন, ‘আমরা ক্ষমতায়, তাই আমাদের ধৈর্য ধরে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমরা কোন উস্কানি দেব না, কিন্তু আক্রমণ হলে সমোচিত জবাব দেয়া হবে।’

‘যেহেতু আমাদের দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তার বিষয়টি জড়িত, তাই ৮ ফেব্রুয়ারির দিন কোন আপস হবে না। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা দেখলেই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়েছে। ক্ষমতাসীন ও বিএনপি নেতাদের মধ্যে হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারি চলছে ২৫ জানুয়ারি রায়ের তারিখ ঘোষণার পর থেকেই।

এর মধ্যেই ৩০ জানুয়ারি খালেদা জিয়ার আদালতে হাজিরা শেষে আটক দুই নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়েছে বিএনপি কর্মীরা, ভাঙচুর হয়েছে অস্ত্র।

এর প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক অভিযানে ৬৯ জন এবং রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ। অভিযান চালানো হয়েছে দলের আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার বাড়িতে।

প্রিজন ভ্যানে বিএনপি কর্মীদের হামলারও সমালোচনা করেন কাদের বলেন, ‘গণতান্ত্রিক ও রাজনৈতিক সকল সীমা অতিক্রম করে গতকাল জঙ্গি স্টাইলে পুলিশের ওপর প্রিজন ভ্যানে হামলা চালানো হয়েছে। এই স্টাইলটা কি গণতান্ত্রিক?

আগামী নির্বাচনেও অস্থিরতার আশঙ্কা

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরের বছর বিএনপির আন্দোলনে পেট্রল বোমার সমালোচনা করেন কাদের। বলেন, ‘নির্বাচনের বছর মানেই বিএনপি-জামাতের পাষণ্ড দোসররা আবার সক্রিয় হয়ে ওঠবে। ওই নির্বাচন বয়কট করে তারা বোমা ও অগ্নি সন্ত্রাসে মেতে উঠিছিল। এ বছর আরেকটা নির্বাচন আসছে। তারা আবারো সক্রিয় হচ্ছে।’

আওয়ামী লীগ এখন আগের থেকেও সুশৃঙ্খল ও সংগঠিত জানিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বিএনপিকে সতর্ক করে দেন। বলেন, ‘আগুন নিয়ে খেলবেন না। যদি তা করেন তাহলে তার সময়োচিত জবাব পেয়ে যাবেন।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া