adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘পদ্মাবত’ মুক্তির জেরে স্কুলবাসে হামলা!

1বিনোদন ডেস্ক : হলুদ রঙের স্কুলবাসের মেঝেতে কুঁকড়ে বসে আছে ছোট শিশুরা। বয়স মেরেকেটে ৪ থেকে ৫। কেউ ভয়ে চোখ ঢেকেছে। কেউ কেউ আতঙ্কে শিক্ষিকার কোলে মুখ গুঁজে রয়েছে। তুলনায় বড় ছেলে মেয়েরাও দু’সারি আসনের মাঝের জায়গাটুকুতে মাথায় হাত দিয়ে বাঁচতে ব্যস্ত। বাইরে তখন বাস লক্ষ্য করে উড়ে আসছে ঝাঁকে ঝাঁকে পাথর। বাসের সামনের কাচ ভেঙে হাঁ। জানলার কাচও গুঁড়িয়ে পড়েছে আসনের উপরে। ভয়ে কান্নাকাটি জুড়ে দিয়েছে নার্সারির কয়েকটি শিশু। মোবাইলে তোলা মিনিট দেড়েকের এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

উপলক্ষ সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’ ঘিরে রাজপুত সংগঠন করণী সেনার তাণ্ডব। ঘটনাস্থল ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের কাছে ওয়াজিরপুর-পটৌডি রোড। বিকেল তিনটে নাগাদ ওই রাস্তা দিয়েই যাচ্ছিল জি ডি গোয়েঙ্কা ওয়ার্ল্ড স্কুলের বাসটি। তখন বাসে জনা ২৫ পড়ুয়া। ছিলেন কিছু শিক্ষিকা আর স্কুলের কিছু কর্মীও। করণী সেনার সমর্থকেরা প্রথমে পোড়াচ্ছিল হরিয়ানা সরকারের একটি সরকারি বাস। ঠিক পিছনেই থাকা স্কুল বাসটিকেও রেয়াত করেনি তারা। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা ছিল বাসে। এক শিক্ষিকা বলেন, ‘পুলিশ সামনেই ছিল। কিন্তু বিক্ষোভকারীরা তাদের পাত্তাই দিচ্ছিল না।’

গোটা ঘটনার জন্য হরিয়ানা সরকারের নিষ্ক্রিয়তাকে দুষেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে, রাহুল গাঁন্ধি টুইটে বলেছেন, ‘কোনও  যুক্তিতেই শিশুদের হামলার নিশানা করা যায় না।’ হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে কংগ্রেস।

2আহমেদাবাদ থেকে লখনউ, গুরুগ্রাম থেকে মাথুরা। সর্বত্র ছবিটা আজ একই রকম। এমন চিত্রের মাঝেই ভারতজুড়ে আজ মুক্তি পাচ্ছে বানসালির বহুল প্রতিক্ষীত ‘পদ্মাবত’। আর এই ছবি মুক্তির প্রতিবাদেই তাণ্ডব চালিয়েছে করণী সেনা। আর এর জেরে দেশের চারটি রাজ্যে ছবিটির প্রদর্শনী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ‘মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’। এই অ্যাসোসিয়েশনের সভাপতি দীপক আশ জানিয়েছেন,  রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ ও গোয়ার মাল্টিপ্লেক্সগুলিতে মুক্তি পাবে না ছবিটি।

ছবিটি মুক্তি পেলে দেশের প্রতিটি সিনেমা হলের সামনে ‘জনতা কার্ফু’ জারি হবে বলে ফের হুমকি দিয়েছেন করণী সেনার সভাপতি লোকেন্দ্র সিংহ কালভি। তাঁর হুঁশিয়ারি, ‘সর্বশক্তি দিয়ে এই ছবির মুক্তি আমরা রুখব।’

এ দিন করণী সেনা সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে গুজরাটে। শুধু আহমেদাবাদেই পুলিশ ৫০ জনকে আটক করে। সেখানে পুড়িয়ে দেয়া হয়েছে ৩০টি মোটরবাইক। রাজস্থানে ছবিটি মুক্তি পাচ্ছে না জেনেও জয়পুরে রাস্তা আটকে বিক্ষোভ হয়। মুম্বাই, লখনউ, ভোপাল, মাথুরাতেও গাড়ি পুড়েছে। মুম্বাইয়েও আটক হয়েছে ৫০ জন। সূত্র: আনন্দবাজার

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া