adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুব বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তান

p Kস্পাের্টস ডেস্ক : হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, দক্ষিণ আফ্রিকার ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং দেখে মনে হয়নি তারা হেরে যাবে। বিশেষ করে পাকিস্তানের দুর্বল ব্যাটিংয়ে দ.আফ্রিকার জয়ের সম্ভাবনাই ছিলো বেশি। ১১০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে হাসান খানের দল। কিন্তু তাদের লোয়ারঅর্ডার ব্যাটসম্যান আলী জায়রাব হঠাৎ করে ঝলসে উঠে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে খেলার স্বপ্ন গুড়িয়ে দেন। হার না মানা ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলে পাকিস্তানকে নিয়ে যান কাক্সিক্ষত জয়ের বন্দরে।    
এর ফলে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। গতকাল ইংল্যান্ডকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

 

টুর্নামেন্টে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। ২৬ জানুয়ারি শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

 

বুধবার ক্রাইস্টচার্চের হেগলি ওভালে অনুষ্ঠিত ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার দেয়া ১৯০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে সাত উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন আলী জারইয়াব আসিফ। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ দুইটি উইকেট নেন জ্যাসন নাইম্যান্ড।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন ওয়ান্দিলে মাকওয়েতু। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মুহাম্মদ মুসা। ম্যাচ সেরা হন পাকিস্তানের আলী জারইয়াব।

সংক্ষিপ্ত স্কোর : দক্ষিণ আফ্রিকা : ১৮৯/৯ (৫০ ওভার)

পাকিস্তান: ১৯০/৭ (৪৭.৫ ওভার)

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া