adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর পিও’কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আটক করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

KAMALনিজস্ব প্রতিবেদক : সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেনসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সোমবার রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতি পূজার অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতদূর জানি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিবি তাদের গ্রেফতার করেছে।তদন্ত শেষ হলে বোঝা যাবে তারা কতটুকু দোষী কিংবা কোনো অপরাধ করেছে কি না।

এর আগে, শিক্ষামন্ত্রীর পিও মোতালেব হোসেন, মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসির উদ্দিন এবং জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে কিছু দিন বন্ধ থাকা লেকহেড গ্রামার স্কুলের পরিচালক খালেদ হাসান মতিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রােববার সন্ধ্যার পর মোতালেবকে বছিলা এবং নাসির ও মতিনকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।

এর আগে নিখোঁজ দাবি করে হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি-নম্বর ৯৪৬) করেন মোতালেবের ছোট ভাই শাহাবুদ্দীন আহমেদ। গত বৃহস্পতিবার বনানী থানায় জিডি করেছিল নাসির উদ্দীনের পরিবার। পরপর এসব নিখোঁজের ঘটনায় আতঙ্ক দেখা দেয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া