adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাহাথিরকে আবার মালয়েশিয়ার হাল ধরতে হচ্ছে

MOHATIRআন্তর্জাতিক ডেস্ক : সুদীর্ঘ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদ আবারও দেশের হাল ধরতে যাচ্ছেন। দেশটির আসন্ন সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রীর পদের জন্য তার নাম ঘোষণা করেছে বিরোধীদলীয় জোট।

রবিবার সিঙ্গাপুরভিত্তিক গণমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের আগস্টে মালয়েশিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ প্রধানমন্ত্রী পদে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে মনোনয়ন দিয়েছে বিরোধীদলীয় জোট। ইউএমএনওর নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে নির্বাচনে লড়বেন তিনি।

পাকাতান হারাপান জোটের (পিকেআর) বার্ষিক সম্মেলনে আজ ঘোষণা করা হয়, আসন্ন নির্বাচনে পাকাতান হারাপান জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মাহাথির নির্বাচন করবেন। আর পিপলস জাস্টিস পার্টির প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল উপপ্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিরোধী দলের নেতা আনোয়ার ইব্রাহিম বর্তমানে কারাগারে রয়েছেন। নির্বাচনে জয়ী হলে আনোয়ার ইব্রাহিম কারাগার থেকে মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার আগ পর্যন্ত অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন মাহাথির মোহাম্মদ।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয়। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) টানা পাঁচবার নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। টানা ২২ বছর পর ২০০৩ সালের ৩০ অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন। পরে তিনি দল থেকেও পদত্যাগ করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া