adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবিধান মোতাবেক শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে : এরশাদ

ERSHEDডেস্ক রিপাের্ট : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সংবিধান মোতাবেক নির্বাচন হবে। সরকার ভালো অবস্থানে আছে, উপ-নির্বাচনের কোন সম্ভাবনা নাই। নির্বাচন সময় মত হবে।

সোমবার দুপুরে পটুয়াখালীর কুয়াকাটায় ব্যক্তিগত সফরে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা সবাই এক সাথে বসার পরে সিদ্বান্ত গ্রহণ করবো কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবো। বিএনপির অবস্থানের উপর নির্ভর করছে আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচনের সিদ্ধান্ত। তবে রংপুরের নির্বাচন একটি উদাহরণ তৈরি করেছে। কোন রকম গণ্ডগোল হয়নি।

কুয়াকাটা গ্রান্ড হোটেলের হেলিপ্যাডে সকাল সোয়া ১১টায় অবতরণের পর জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদকে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর পৌর মেয়র আ. বারেক মোল্লা ও স্থানীয় জাতীয় পাটিঁর সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার ফুলেল শুভেচ্ছা জানান।

এরপর কুয়াকাটা গ্রান্ড হোটেলে তিনি কিছু সময় অবস্থান করেন। কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন শেষে সোমবার বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে আসার কথা রয়েছে। এসময় তার সাথে ছিলেন ছেলে সন্তান এরিক এরশাদ ও জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া