adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়াকার ইউনুস এবার ১০ ওভারের টেস্ট ক্রিকেট চান

WAKERস্পাের্টস ডেস্ক : টেন ক্রিকেট লিগের উদ্যেক্তা ছিলো পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামামুল হক ও ওয়াকার ইউনুসসহ অনেকে। তাদের এই উদ্যোগকে সমর্থন দিয়েছিলেন ভারত ও অস্ট্রেলিয়াসহ ক্রিকেট বিশ্বের সাবেকরা।

এবার আরেক উদ্যোগ। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াকার উইনুস ১০ ওভারের টেস্ট ক্রিকেট চান। সম্প্রতি টেস্ট ক্রিকেট ইস্যুতে ক্রিকেটাঙ্গণে দু’রকম মত লণীয়। এক অংশ চায় টেস্ট ক্রিকেটের সময় কিছুটা কমিয়ে আনা। আর অন্য দল চায় ফরম্যাটটির শতবর্ষের ঐতিহ্য ধরে রাখা।

বিস্তর আলোচনা-সমালোচনার মাঝেই আইসিসি প্রথমবারের মত পরীামূলকভাবে ৪ দিনের টেস্টের অনুমোদন দিয়েছে। তবে এই দু’দলের বাইরে গিয়ে টেস্ট ক্রিকেট নিয়ে অদ্ভুত এক মন্তব্য করলেন ওয়াকার ইউনুস। তার মতে, টেস্ট ক্রিকেট ৯০ ওভারের নয়, হওয়া উচিত ১০ ওভারের।

ইতিমধ্যেই ওয়াকার ইউনুসের এই মন্তব্য নিয়ে সোশ্যাল সাইটে হাসাহাসি চলছে। যেখনে টি-২০ ক্রিকেট ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, আনুষ্ঠানিক স্বীকৃতি না পেলেও টি-টেন টুর্নামেন্ট হচ্ছে, সেখানে ১০ ওভারের টেস্ট খেলার প্রস্তাবের মানে কী? টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করতে চারদিনের পাশাপাশি দিবা-রাত্রির ম্যাচও হচ্ছে। তার মাঝে ওয়াকারের এই মন্তব্য আজগুবি ছাড়া আর কী?

সম্প্রতি এক টুইট বার্তায় ওয়াকার লিখেছেন, ১০ ওভার করে দুই ইনিংস। এর মধ্যেই লিড কিংবা ফলোঅনের মতো ব্যাপারগুলো হবে। নতুনত্ব এবং পরিবর্তনই এই যুগে এগিয়ে যাওয়ার উপায়। ভেবে দেখুন…। '

যারা টেস্ট ক্রিকেটকে ভালোবাসেন, ধুম ধারাক্কা ক্রিকেটের বাইরে শৈল্পিক ক্রিকেট পছন্দ করেন তার ওয়াকারকে ধুয়ে দিচ্ছেন। এছাড়া সাধারণ ক্রিকেটপ্রেমীরা ট্রল চালিয়ে যাচ্ছেন রীতিমত। ওয়াকারের এই আজগুবি প্রস্তাব বুঝতে তো আর বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই…।

উল্লেখ্য,পাকিস্তান দলের সাবেক এই অধিনায়ক ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি পাক দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন। -ফেসবুক থেকে

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া