adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্যামসাংয়ের নতুন নোটবুক

NOTE BOOKডেস্ক রিপাের্ট : অবমুক্ত হলো স্যামসাংয়ের নতুন নোটবুক। এর মডেল নোটবুক ৯ ২০১৮ এডিশন। এটি আল্ট্রাবুকের নতুন ভার্সন। এতে স্যামসাংয়ের নিজস্ব এস পেন টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

নতুন নেটবুকটি দুইটি ডিসপ্লে ভার্সনে পাওয়া যাবে। একটি ১৩.৩ ইঞ্চির। অন্যটি ১৫ ইঞ্চির। ১৫ ইঞ্চি ডিসপ্লে ভার্সনের ডিভাইসটির ওজন ১২৫০ গ্রাম।

এতে আছে অষ্টম প্রজন্মের কোর আই সেভেন প্রসেসর এবং ১৬ জিবি র‌্যাম। এতে ১ টেরাবাইট পর্যন্ত এসএসডি ব্যবহার করা যাবে।

১৫ ইঞ্চি মডেলের নোটবুকটিতে এনভিডিয়ার এমএক্স১৫০ ডেডিকেটেড ২ জিবি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে।

নতুন নোটবুকটিতে ৬ সেলের ৭৬ ওয়াটআওয়ারের ব্যাটারি রয়েছে।

স্যামসাংয়ের নতুন নোটবুকটি ম্যাগনেশিয়াম অ্যালয় বডিতে তৈরি। ফলে এটি যেমন শক্তপোক্ত তেমনি টেকসই।

১৩.৩ এবং ১৫ ইঞ্চির ডিসপ্লের নোটবুকটিতে ১০৮০ পিক্সেল রেজুলেশন পাওয়া যাবে।

গ্যালাক্সি নোটের মতই এতে এস পেন ব্যবহারের সুযোগ আছে। ডিভাইসটির স্ক্রিন ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঁজ করা যাবে। ফলে এটি ট্যাবের মতও ব্যবহার করা যাবে। আবার ল্যাপটপ হিসেবেও কাজ করবে এটি।

নোটবুকটিতে আইআর ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ব্যাকলিট কিবোর্ড সমৃদ্ধ নতুন নোটবুকটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এতে আছে টু এক্স ১.৫ ওয়াটের স্পিকার।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া