adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বপ্নের ফাইনালে রংপুর রাইডার্স

R R Rক্রীড়া প্রতবিদেক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) স্বপ্নের ফাইনালে রংপুর রাইডার্স। আজ মিরপুর স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্স সহজেই ৩৬ রানে হারিয়ে দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিপিএলের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে মাশরাফির রংপুর।
গত শুক্রবার প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে শক্তিধর ঢাকা। গতকাল সোমবার রাতে দ্বিতীয় কোয়ালিয়ারে সেই কুমিল্লাকেই ৩৬ রানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠে জায়ান্ট রংপুর রাইডার্স। রংপুরের জয়ের নায়ক জনসন চার্লস ও ব্রেন্ডক ম্যাককালাম। জনসনের সেঞ্চুরি ও ম্যাককালামের ঝড়ো ইনিংসে ১৯২ রানের বড় স্কোর গড়ে তুলে রংপুর। জবাবে ২০ ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১৯৩ অনেক বড় লক্ষ্য। শুরুটা ভালোই হয়েছিল কুমিল্লার। ৫ ওভারের আগেই তামিম- লিটন মিলে তুলে নেন ৫৪ রান। কিন্তু এরপরই টপাটপ কয়েকটা উইকেটের পতন। প্রথমে ১৯ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন তামিম। এরপরই ০তে আউট হন ইমরুল। এ অবস্থায় চাপে পড়ে যায় কুমিল্লা। শোয়েব মালিক যে কোনো পরিস্থিতিতে ম্যাচ বের করে নিয়ে আসতে জানেন। তার দিকে তাকিয়ে ছিল দল। কিন্তু ১৪ বলে মাত্র ১০ রান করে এদিন হতাশ করেন তিনি। এরপর ২৮ বলে ৩৯ করে ফিরেন লিটন দাস।

শেষ ভরসা ছিলেন মারলন স্যামুয়েলস ও জস বাটলার। তারা চেষ্টাও করেছিলেন। কিন্তু পারেননি। ১৬ বলে ২৬ করে বিদায় নেন বাটলার। এরপরই ৩০ বলে ২৭ রান করে আউট হন স্যামুয়েলস। শেষমেশ রানে অলআউট হয়ে যায় কুমিল্লা। রংপুরের পে রুবেল ৩ উইকেট নেন। এর আগে চার্লসের ৬৩ বলে ১০৫ ও ম্যাককালামের ৪৬ বলে ৭৮ রানের তুখোড় ইনিংসে ভর করে ৩ উইকেটে ১৯২ রান তুলে রংপুর রাইডার্স।
রোববার ৭ ওভার শেষে এক উইকেটে ৫৫ রান ছিল রংপুর রাইডার্সের। আগের দিনের সিদ্ধান্ত অনুযায়ী এখান থেকেই খেলা শুরু হয় আজ সন্ধ্যায়।
টানা চার ম্যাচে ব্যর্থতার পর সময়মত জ্বলে ওঠেন ক্যারিবিয়ান মারকুটে ওপেনার জনসন চার্লস। আগের রাতে ৪৬ রানে নট আউট ছিলেন তিনি। ছিলেন রুদ্রমূতিতে। এদিন শুরু করেন সেখান থেকেই। চার্লসের বিধ্বংসী ব্যাটিংয়ে কুমিল্লার বোলিং খড়কুটোর মতো উড়ে যায়। ৩৪ বলে পূরণ করেন হাফ সঞ্চুরি।
হাফ সেঞ্চুরিতেই থেমে থাকেননি চার্লস। ধেই ধেই করে রান তুলতে থাকেন। ৬২ বলে তুলে নেন বিপিএলে তার প্রথম সেঞ্চুরিটা। চলতি বিপিএলে এটা দুই নম্বর সেঞ্চুরি। প্রথমটি করেছিলেন চার্লসের স্বদেশী গেইল। শেষমেশ অপরাজিত থাকেন চার্লস। করেন ৬৩ বলে ১০৫ রান ( ৭ ছক্কা, ৯ চার)।
ওদিকে বিপিএলে টানা ফপ কিউই মারকুটে ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম সময় নিলেন সেট হতে। এরপর শুরু করলেন ঝড়। দেখালেন আসল চেহারা। ৩৩ বলে ৫ ছ্ক্কায় তুলে নেন বিপিএলে নিজের প্রথম হাফ সেঞ্চুরিটা। চার্লসের মতো তিনিও থামেননি হাফসেঞ্চুরিতে। ৪৬ বলে ৭৮ রানের (৯ ছক্কা ও ১ চার) তুখোড় ইনিংস খেলে আউট হন ব্রেন্ডন।

বোলিংয়ে বড়ই হতাশার রাত কুমিল্লার। একটি করে উইকেট নেন হাসান আলী, মেহদেী হাসান ও সাইফউদ্দিন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া