adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইফেল টাওয়ারে হবে ব্যালন ডি অরে’র অনুষ্ঠান

BALONস্পোর্টস ডেস্ক : আর দুই দিন পর দেওয়া হবে ফুটবলের অন্যতম সেরা ও সম্মানজনক ব্যালন ডি’অর পুরস্কার। জমকালো পুরস্কার অনুষ্ঠানটি হবে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারে। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে জমকালো ইভেন্টটি।

ইভেন্টটি সম্প্রচার করবে ফ্রান্সের টেলিভিশন চ্যানেল লে’কুপ। আর ব্যালন ডি’অর অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ফ্রান্স, টটেনহ্যাম হটস্পার ও নিউক্যাসল ইউনাইটেডের সাবেক তারকা ফুটবলার ডেভিড গিনোলার।

২০১০ সাল থেকে ফিফা বর্ষসেরা পুরস্কার ও ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অর একীভূত হয়ে ২০১৫ পর্যন্ত ফিফা ব্যালন ডি’অর নামে চালু ছিল। তবে ২০১৬ সাল থেকে ফিফা ও ব্যালন ডি’অর আলাদাভাবে পুরস্কার দেয়া শুরু করে। ইতোমধ্যেই ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কার পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত অক্টোবরে এই পুরস্কার ঘরে তোলেন সিআর সেভেন।

এদিকে গত ৯ বছরে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার মেসি ও রোনালদো ছাড়া জিততে পারেননি আর কেউ। বছরজুড়ে সাফল্যের নিরিখে ব্যালন ডি’অর জয়ে এবার পর্তুগিজ অধিনায়কের সম্ভাবনা বেশ জোরাল। জিতলে সবচেয়ে বেশি পাঁচবার বর্ষসেরা হওয়ার মেসির রেকর্ড স্পর্শ করবেন রোনালদো।

এদিকে ২০১৭ ব্যালন ডি’অরের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। ছয় ভাগে মোট ৩০ জনকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছে ফ্রান্স ফুটবল। সংক্ষিপ্ত তালিকায় উল্লেখযোগ্য কয়েকজন হলেন : ক্রিশ্চিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ) লিওনেল মেসি (বার্সেলোনা) নেইমার (পিএসজি), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্টাস), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), এন’গোলো কান্তে ( চেলসি), লুইস সুয়ারেজ (বার্সেলোনা), সার্জিও রামোস (রিয়াল), ফিলিপে কুটিনহো (লিভারপুল), জন ওবলাক (অ্যাটলেটিকো মাদ্রিদ), মার্টেন্স (নাপোলি), কেভিন ডি ব্রুইনি (ম্যানসিটি), হ্যারি কেন (টটেনহ্যাম), রবার্ত লেভানডোস্কি (বায়ার্ন), ডেভিড ডি গিয়া (ম্যানইউ) ও এডিন জেকো (এএস রোমা)।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া