adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

লা লিগায় ‘ভুতুড়ে গোল’ কাণ্ডে উত্তাল ফুটবলবিশ্ব

LA LIGAস্পাের্টস ডেস্ক : রবিবার রাতে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে লা লিগার ম্যাচে জর্ডি আলবার গোলে বার্সেলোনা হার বাঁচালেও আলোচনার কেন্দ্রে লাইন্সম্যানের বিতর্কিত সিদ্ধান্ত।

ম্যাচের ৩০ মিনিটে মেসির শট ভ্যালেন্সিয়া গোলরক্ষক নরবার্তো মুরারা নেতোর হাত ফস্কে গোল লাইন পেরিয়ে যায়। টেলিভিশন রিপ্লেতেও স্পষ্ট দেখা গিয়েছে, গোলের ভিতর থেকেই বল বার করছেন নেতো। কিন্তু লাইন্সম্যান গোল বাতিল করে দেন। ক্ষিপ্ত মেসি সাইডলাইনের ধারে গিয়ে তর্ক জুড়ে দেন লাইন্সম্যানের সঙ্গে। তাতেও অবশ্য সিদ্ধান্ত বদলায়নি। সাত বছর পর টানা ছ’ম্যাচে গোল পেলেন না বার্সেলোনা তারকা।রবিবার রাতে মেসিকে বেশি বিধ্বস্ত দেখিয়েছে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে গোল বাতিল হওয়ায়।

ক্ষুব্ধ বার্সেলোনা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে বলেছেন,‘পরিষ্কার বোঝা যাচ্ছিল ওটা গোল ছিল।’ আর ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে বার্সেলোনার ত্রাতা জর্ডি আলবা বলেছেন, ‘মারাত্মক ভুল করেছেন রেফারি। মাঝমাঠে দাঁড়িয়েও আমি স্পষ্ট দেখেছি, বলটা গোল লাইন পেরিয়ে গিয়েছিল। শুধু তাই নয়। হাফটাইমে ড্রেসিংরুমের টিভিতে বারবার রিপ্লেও দেখেছি। বল যে গোললাইন পেরিয়ে গিয়েছিল, তা নিয়ে সংশয় নেই।’

গত মৌসুমে লা লিগায় একই ঘটনার শিকার হয়েছিল বার্সেলোনা। রিয়াল বেতিসের বিরুদ্ধে একই রকম ভাবে গোল বাতিল হয়েছিল তাদের। সেই ম্যাচও শেষ হয়েছিল ১-১ ফলে। তবে রবিবার রাতের ঘটনার পর লা লিগায় ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি  নিয়োগের দাবি তুলে দিলেন বার্সেলোনা তারকা সের্জিও বুস্কেৎস। তিনি বলেছেন, ‘‘ভিডিও রেফারি নিয়োগ করে হয়তো সব সমস্যার সমধান হবে না। তবে এই ম্যাচে যে ঘটনা ঘটল, আশা করি তার পুনরাবৃত্তি হবে না।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া