adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

লুইসের ব্যাটে শীর্ষে ফিরল সাকিবের ঢাকা

LUISক্রীড়া প্রতিবেদক : একজন ব্যাটসম্যান ৩১ বলে ৭৫ রানের টর্নেডো ইনিংস খেললে প্রতিপক্ষের আর কী-ই বা করার থাকে! কিছু করার ছিল না চিটাগং ভাইকিংসেরও। বিপিএলের পঞ্চম আসরের সোমবারের ম্যাচে তাই বড় সংগ্রহ গড়েও জিততে পারেনি চিটাগং। এভিন লুইসের ঝোড়ো ব্যাটিংয়ে বন্দর নগরীর দলটিকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরল ঢাকা ডায়নামাইটস।

৯ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে খুলনা টাইটান্সের সমান ১১ পয়েন্ট সত্ত্বেও শ্রেয়তর রান রেটের সুবাদে শীর্ষে ওঠে এলো ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে নবম ম্যাচে সপ্তম পরাজয়ে সাত দলের টুর্নামেন্টে সবার তলানিতেই রইলো চিটাগং ভাইকিংস।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রানের পাহাড় গড়ে চিটাগং ভাইকিংস। জবাবে ব্যাটিংয়ে নেমে লুইসের তাণ্ডবে ৭ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা ডায়নামাইটস।

ওপেনিংয়ে নেমে ৩১ বলে ৩টি চার ও ৯টি ছক্কায় ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ঢাকার জয়ের ভিত গড়ে দেন এভিন লুইস। এছাড়া জো ডেনলি ৩৯ বলে ৪৪, ক্যামেরন ডেলপোর্ট ২৪ বলে ৪৩ ও অধিনায়ক সাকিব আল হাসান ১৭ বলে ২২ রানের ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
চিটাগং ভাইকিংসের হয়ে একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, তানভির হায়দার ও রায়াদ এমরিত।

অথচ ১৮৮ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা বাজে ছিল ঢাকা ডায়নামাইটসের। তাসকিনের করা ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে লুক রনকির হাতে ক্যাচ দিয়ে শহিদ আফ্রিদি ফিরে গেলে হোঁচট খায় ঢাকা। তবে দ্বিতীয় উইকেটে ডেনলিকে নিয়ে ৬৫ বলে ১১৮ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন লুইস।

পরপর লুইস ও ডেনলি বিদায় নিলে ম্যাচে ফেরার স্বপ্ন দেখতে থাকে চিগাগং ভাইকিংস। তবে সাকিব ও ডেলপোর্টের জুটিতে মিইয়ে যায় সেই স্বপ্ন। এই দুজন ৩৯ রানে ৬৭ রানের অপরাজিত জুটি গড়ে ঢাকাকে জিতিয়েই মাঠ ছাড়েন।

এর আগে এনামুল হক বিজয় ও লুক রনকির দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে চিটাগং ভাইকিংস। এনামুল ৪৭ বলে ৭৩, রনকি ৪০ বলে ৫৯ এবং সিকান্দার রাজা করেন ১১ বলে ২৬ রান।

ঢাকা ডায়নামাইটসের হয়ে একটি করে উইকেট সাকিব, সুনিল নারিন, আবু হায়দার ও মোহাম্মদ শহীদ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া