adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বরখাস্ত এসি মিলান কোচ

AC MILANস্পোর্টস ডেস্ক : দলবদলের বাজারে দেদারসে অর্থ খরচ করেও খুব একটা সুবিধা করতে পারছে না এসি মিলান। মাঠে দলটির দুর্দশা চলছেই। এরই খেসারত দিতে হলো ভিনচেনজো মোন্তেলাকে। সোমবার প্রধান কোচ মোন্তেলাকে বরখাস্ত করার সংবাদ নিশ্চিত করে মিলান।

রোববার (২৬ নভেম্বর) ইতালিয়ান লিগের ম্যাচে তুরিনোর সঙ্গে গোলশূন্য ড্র করে এসি মিলান। এরফলে পয়েন্ট টেবিলের সাত নম্বরে থাকা দলটি শীর্ষে থাকা নাপোলির চেয়ে ১৮ পয়েন্ট পিছিয়ে পড়ে।

নতুন মৌসুম শুরুর আগে লিওনার্দো বুনোচ্চি, আন্দ্রে সিলভা ও হাকান কালনানগুলোর মতো বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে ১৫০ মিলিয়ন ইউরোর বেশি অর্থ খরচ করে দলে ভেড়ায় এসি মিলান। কিন্তু মাঠের পারফরম্যান্স আশাব্যঞ্জক না হওয়ায় কোচকে বরখাস্ত করতে বাধ্য হলো ইতালির অন্যতম সফল কাবটি।

চলমান ইতালিয়ান লিগের ১৪ রাউন্ড শেষে মাত্র ৬টি ম্যাচে জয়ের দেখা পায় এসি মিলান। ছয়টি জয়ের বিপরীতে দুটি ম্যাচ ড্র করে দলটি। রোমা ও জুভেন্টাসের পাশাপাশি নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের কাছেও হেরে যায় এসি মিলান।

১৯৪১-৪২ মৌসুমের পর লিগের প্রথম ১৪ ম্যাচ শেষে ৬ কিংবা ততোধিক ম্যাচে হারের মুখ দেখেনি এসি মিলান। এবার সেই দুর্দশাই দেখতে হলো কাবটিকে।
মোন্তেলা বরখাস্ত হওয়ার পর জেনারো গাত্তুসোকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দিয়েছে এসি মিলান কর্তৃপ। ১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে খেলে দুটি ইতালিয়ান লিগ এবং দুটি করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা সুপার কাপের শিরোপা জেতেন গাত্তুসো। ২০০৬ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জেতা এই ৩৯ বছর বয়সী কোচ ২০০৯ সালে মিলানের হল অফ ফেমে জায়গা করে নেন। গোল ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া