adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২৯ নভেম্বর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের খসড়া

POLOKনিজস্ব প্রতিবেদক : আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘দেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরির কাজ চলছে। ২৯ নভেম্বর এর খসড়া প্রকাশ করা হবে।’

রােববার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে টেলিযোগাযোগ বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)-এর নেতা ও সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী জুনাইদ আহামেদ পলক এ কথা বলেন।

পলক বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমরা দুই বছর আগে কাজ শুরু করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনেই এটি তৈরির কাজ চলছে। ইতোমধ্যে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে এটি চূড়ান্ত করতে সভা করেছি।সেখানে সাংবাদিক, বুদ্ধিজীবী এবং আন্তর্জাতিক প্লাটফর্মের প্রতিনিধি ছিলেন।

পলক জানান, ২৯ নভেম্বরে খসড়াটি প্রকাশ করা হবে। এরপর এটি মন্ত্রীসভায় তোলা হবে। প্রয়োজনীয় সংশোধন শেষে এটি সংসদে তোলা হবে।

প্রসঙ্গত, ডিজিটাল অপরাধ নিয়ে তদন্ত, অপরাধের বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহ এবং অপরাধীকে বিচারের আওতায় আনার মতো বিষয়গুলো নিয়ে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট খসড়া তৈরির কাজ চলছে।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে ডিজিটাল বাংলাদেশের ধারণাটি কারো মনেই আসেনি। আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে। আওয়ামী লীগ বিপুল ভোটে নির্বাচনে জয় লাভ করার পর এনিয়ে কাজ শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় দেশ এখন ডিজিটাল বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পলক বলেন, আমরা যে পলিসি নিয়েছি তাতে আমরা আশাকরি আগামী দুই তিন বছরে মধ্যে আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে অভাবনীয় উন্নতি হবে।

অনুষ্ঠানে আইসিটি সচিব সুবীর কিশোর চৌধুরী এবং টিআরএনবির সদস্যরা উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া