adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন- আলেম ওলামারা জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত নন

KAMALডেস্ক রিপাের্ট : জঙ্গি তৎপরতার সঙ্গে আলেম ওলামারা জড়িত নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন আলেম ওলামারা সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত নয়। তারা সরকারের পাশে থাকলে সন্ত্রাসী ও জঙ্গিরা কিছু করতে পারবে না। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে আলেম সমাজ আজ একত্রিত হয়েছে।

২৬ নভেম্বর রােববার শরীয়তপুরে জঙ্গিবাদবিরোধী ওলামা-মাশায়েখ সমাবেশে এসব কথা বলেন তিনি। জেলা পুলিশ লাইনস মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘দেশের ধর্মপ্রাণ মুসলমানসহ সব মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমরা ধর্মপ্রাণ মুসলমান কিন্তু ধর্মান্ধ নই।’

সমাবেশে নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। খুব শিগগিরই তাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হবে।’

রোহিঙ্গাদের ফেরত পাঠালে তারা যেন আর বাংলাদেশে না আসতে পারে সরকার সে ব্যবস্থাও নেবে বলে জানান মন্ত্রী।

সমাবেশে প্রধান আলোচক ছিলেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক। তিনি বলেন, ‘পুলিশের সাহসী ভূমিকার কারণে দেশে জঙ্গি তৎপরতা বন্ধ হয়েছে। ধর্ম ব্যবহার করে কেউ যেন জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য আলেম সমাজকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, নাভানা আক্তার এমপি, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, পৌর মেয়র রফিকুল ইসলাম, ভোজেশ্বর জামে মসজিদের ইমাম হাফেজ শওকত আলী, আংগারিয়া ওসমানিয়া মাদ্রাসার শিক্ষক আবু বকর প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া