adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যাকবুকে নিজস্ব প্রসেসর আনছে অ্যাপল

APPLEডেস্ক রিপাের্ট : ম্যাক কম্পিউটার সিরিজে নিজস্ব প্রসেসর ব্যবহার করতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এর আগে নতুন ম্যাকবুকের টাচবারে নিজস্ব প্রসেসর যুক্ত করেছিল কোম্পানিটি।
এরই ধারাবাহিকতায় এবছরের শেষে আসা আইম্যাক প্রোতে অ্যাপল এ১০ ফিউশন প্রসেসর যুক্ত করছে অ্যাপল।  

তবে মূল কাজের জন্য ইন্টেল প্রসেসরই থাকছে। দ্বিতীয় প্রসেসরটি ঠিক কি কাজের জন্য ব্যবহার হবে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ম্যাকওএসের সিস্টেম প্রসেস, বুটিং ও সিরি চালাতে তা ব্যবহৃত হবে।  

মূল প্রসেসরের ওপর চাপ না ফেলে সিরি, সিস্টেম প্রসেস বা এআই চালনার জন্য এ১০ ব্যবহার হওয়া অস্বাভাবিক নয়। তবে এ১০ ফিউশন ম্যাকে ব্যবহার করার পেছনে আরও দুটি বড় কারণ থাকতে পারে। কারণ দুটি হলো ম্যাকওএস এর মাঝে সিকিউরবুট ও এনক্রিপশন বাধ্যতামূলক করা, যার ফলে হ্যাকিন্টশ তৈরি অসম্ভব হয়ে পড়বে এবং সরাসরি ম্যাকেই আইওএস অ্যাপ সরাসরি চালিয়ে পরীক্ষা করা, ইমুলেটরের মাধ্যমে নয়।

অ্যাপলের তৈরি প্রসেসরগুলো এর মাঝেই অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে, সামনের দিনগুলোতে ইন্টেল প্রসেসর পুরোপুরি বাদ দিয়ে ম্যাক তৈরিও অ্যাপলের পক্ষে অসম্ভব নয়। পারফরমেন্সের জন্য এর আগেও তারা পাওয়ারপিসি প্রসেসর বাদ দিয়ে ইন্টেল প্রসেসর ব্যবহার করা শুরু করেছিল, ভবিষ্যতে ইন্টেলকেও বাদ দিয়ে তারা নিজস্ব প্রসেসর ব্যবহার করতেই পারে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া