adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকার সবাই বোল্ড – হাসান আলীর শিকার ৫জন

H A H Aনিজস্ব প্রতিবেদক : হাসান আলী আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব এক বছরও হয়নি। ক্রিকেট বিশ্বে এরই মধ্যে অন্যতম প্রতিশ্রুতিশীল পেসার হয়ে উঠেছেন। বল হাতে প্রায়ই ধ্বংসযজ্ঞে মেতে উঠছেন। বিপিএলে খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। ঢাকায় এসেছেন একটু দেরি করে। প্রথম ম্যাচে মোটামুটি বল করলেও সোমবার জ্বলে ওঠেন ঢাকার বিপ।ে ৩.৩ ওভার বল করে মাত্র ২০ রান দিয়ে তুলে নেন ৫টি উইকেট। ঢাকাকে মাত্র ১২৮ রানে বেঁধে রাখার কৃতিত্বটা তারই।

তিনি প্রথম উইকেট নেন এভিন লুইসের। লেগ স্ট্যাম্প বরাবর পড়লেও বলটি দারুণভাবে ভিতরের দিকে বাঁক নেয়। অসাধারণ ডেলিভারিতে উপড়ে যায় লুইসর উইকেট। দ্বিতীয় উইকেট মেহেদী মারুফের। বলটিতে ছিল অসাধারণ গতি। জায়গায় দাঁড়িয়ে ফিক করতে চেয়েছিলেন। কিন্তু ব্যাটে না লাগলে অফ স্ট্যাম্প উপড়ে যায় মারুফের।

তিন নম্বর উইকেটটি ছিল মোসাদ্দেকের। মিডল ষ্ট্যাম্প বরারবর আসা বলটি ফিক করতে চেয়েছিলেন মোসাদ্দেক। কিন্তু ব্যাটে সংযোগ না ঘটলে মিডল স্ট্যাম্প উপড়ে যায়। মোহাম্মদ সাদ্দাম দিয়ে চতুর্থ উইকেট পূরণ করেন হাসান। ফুল লেন্থের বলটি ছিল মিডল স্ট্যাম্প বরাবর। ঠিকমত শট নিতে পারেননি সাদ্দাম। বোল্ড হয়ে ফিরে যান সাদ্দাম।

আবু হায়দার রনিকে দিয়ে পঞ্চম উইকেট পুরণ করেন এবং সেই সঙ্গে মনে রাখার মতো একটা স্পেল শেষ করেন হাসান আলী। ইনসুয়িং ইয়র্কারে রনির উইকেট মুহূর্তে উপড়ে ফেলেন এ পাকিস্তানি পেসার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া