adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মাঠের বাইরেও নাফিসা কামালের কাছে মাশরাফির হার

NAFISAস্পোর্টস ডেস্ক : নাফিসা কামাল। পরিকল্পনা মন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের  (বিসিবি) ও আইসিসির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামালের সুযোগ্য কন্যা। তিনি বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার। গত দুই আসরে নাফিসা কামালের দলেই খেলেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আগেরবার কুমিল্লাকে চ্যাম্পিয়নও করেন মাশরাফি। কিন্তু গত আসরে নাফিসার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন মাশরাফি। বিকালে ম্যাচ। নাফিসার সঙ্গে নাকি রাগারাগি করে সকালে হোটেল থেকে সোজা বাসায় চলে এসেছিলেন মাশরাফি। এ ঘটনায় তোলপাড় হয়ে যায় ক্রিকেট অঙ্গন।

মাশরাফি নিজ মুখে এ বিষয়ে কিছুই বলেননি। তবে দলে একাদশ ঠিক করা নিয়ে এবং অন্য আরো কিছু বিষয়ে নাকি খুব বেশি হস্তপে করতেন নাফিসা। যেটা মানতে পারেননি ব্যক্তিত্ব সম্পন্ন মাশরাফি। এক পর্যায়ে তাদের মধ্যে নাকি উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছিল।

পরে দলের আসল মালিক অর্থাৎ নাফিসার বাবা, পরিকল্পনা মন্ত্রী আ হ মুস্তাফা কামাল পরিস্থিতি সামাল দেন। মাশরাফি যোগ দেন দলের সঙ্গে। প্রচ- মন খারাপ নিয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো কোনোরকম খেলে কুমিল্লাকে গুডবাই জানান মাশরাফি। ঝামেলার পর যতদিন দলের সঙ্গে ছিলেন, ততদিন নাফিসার কামালের সঙ্গে কোনো কথা বলেননি মাশরাফি। সেই থেকে দুজনের সম্পর্কটা এখনও ‘কঠিন’ হয়ে আছে। কেউ কারো মুখ দেখতে চান না। কথা তো দূরের ব্যাপার।

নাফিসার দল ছেড়ে রংপুর রাইডার্সে চলে এসেছেন মাশরাফি। দুজন এক অপরকে সবসময় এড়িয়ে চললেও শনিবার মুখোমুখি হতেই হয়েছে তাদের। গতবছরের ঝামেলার পর্ব গতকালই নাফিসার দলের বিপে প্রথম মাঠে নামেন মাশরাফি।

NAFI-1ম্যাচের শুরু থেকেই তাই একটু বাড়তি সিরিয়াস ছিলেন রংপুর রাইডার্স অধিনায়ক। ছিলেন খুবই আক্রমণাত্মক। কুমিল্লাকে ১৫৩ রানে আটকে রাখার আসল কাজটিই করেন মাশরাফি। চলতি বিপিএলে মাশরাফির সেরা বোলিং নাফিসা কামালের দলটির বিপইে করেছেন। ২২ রানে ২ উইকেট। দলের সেরা বোলার ছিলেন তিনি।

দলে বাঘাবাঘা ব্যাটসম্যান। ১৫৪ রান করা কঠিন মনে করেননি মাশরাফি। কিন্তু তার ব্যাটসম্যানরা ব্যর্থ। তবে ব্যাট হাতে জবাব দেওয়ার সাধ্যমত টেষ্টা করেছেন তিনি। সেরা বোলিংয়ের পর ব্যাটিংয়ে সেরা স্ট্রাইট রেটও তার। ১১ বলে ১৭ রান করে হয়েছেন রান আউট।

অলরাউন্ড পারফরম্যান্স করেও দলকে জেতাতে পারেননি মাশরাফি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক। নাফিসা কামালের দলের কাছে হেরে বেশ মন খারাপ ছিল তার। তার শরীরী ভাষা সেটাই বলে দিচ্ছিলো। মাশরাফির মন খারাপ হওয়ারই কথা। কারণ মাঠের লড়াইয়ের বাইরেও আরেক লড়াই ছিল এ ম্যাচে। যে লড়াইয়ে নাফিসের কাছে হেরে গেছেন মাশরাফি। জিতেছেন নাফিসা কামাল। পরের ম্যাচে কী প্রতিশোধ নিতে পারবেন মাশরাফি? – ঢাকাটাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া