adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসি নিরপেক্ষ কিনা প্রমাণ হবে রংপুর সিটি নির্বাচনে : এরশাদ

ERSHEDডেস্ক রিপাের্ট : কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ কিনা, সেটি আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনেই প্রমাণ হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ একথা বলেছেন। আসন্ন রংপুর সিটি করপোরেশন এই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠান করতে না পারলে ইসির প্রতি জনগণ আস্থা হারাবে।

বুধবার (১৫ নভেম্বর) বনানীতে নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন জাপা চেয়ারম্যান এরশাদ।

এরশাদ বলেন, সকল দল নিয়ে অংশগ্রহণ মূলক নির্বাচন নিশ্চিত করতে হলে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে হবে। নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। তিনি বলেন, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের মাধ্যমে প্রথম পর্যায়ে প্রমাণ নিতে চাই।

আগামী ২২ ডিসেম্বর জাপার ভোটকেন্দ্রখ্যাত রংপুর সিটির নির্বাচন হবে। এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। গত সিটি নির্বাচনে জাপার সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান প্রায় ২৯ হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত শরফুদ্দীন আহমেদ ঝন্টুর কাছে হেরে যান। জাপার বিদ্রোহী প্রার্থী আবদুর রউফ মানিক ৩৭ হাজার ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন।

জাপা এবার রংপুর সিটির নির্বাচনে একক প্রার্থী দিতে সমর্থ হয়েছে। দলটির মনোনয়ন পেয়েছে মোস্তাফিজুর রহমান। এবারও তার প্রধান প্রতিদ্বন্ধি আওয়ামী লীগ প্রার্থী শরফুদ্দীন আহমেদ। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আশবাদী, সুষ্ঠু ভোট হলে এবারের নির্বাচনে তার দলের প্রার্থীই জয়ী হবেন।

তিনি মনে করেন, রংপুরের নির্বাচন সুষ্ঠু হলে আগামী একাদশ জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের পথ সুগম হবে।

এ অনুষ্ঠানে জাপা চেয়ারম্যান এরশাদের হাতে ফুল দিয়ে জাপায় যোগ দেন বাংলাদেশ বিমানের সাবেক পাইলট ক্যাপ্টেন জাকারিয়া হোসেন।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, জাপা ঘুরে দাঁড়াচ্ছে। এ কারণেই সমাজের বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিরা তার দলে যোগ দিচ্ছেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু এমপি, সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী প্রমুখ।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া