adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে ওঠার আনন্দে ব্রাসেলসে মরক্কোর নাগরিকদের দাঙ্গা- ২০ পুলিশ কর্মকর্তা আহত

MOROCCOস্পাের্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে জায়গা করে নেয়ার আনন্দ উদযাপন করতে গিয়ে দাঙ্গা লাগিয়ে দিয়েছে মরক্কো নাগরিকরা। ব্রাসেলসে বসবাসকারী মরক্কো নাগরিকদের সৃষ্ট এ দাঙ্গায় আহত হয়েছেন ২০ জনেরও অধিক পুলিশ কর্মকর্তা। -খবর বিবিসির  
শনিবার আইভরি কোস্টকে ২-০ গোলে হারিয়ে ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবল আসরের মূল পর্বে খেলার সুবর্ণ সুযোগ অর্জন করে নেয় আফ্রিকান আরব দেশ মরক্কো। ওই দিন খেলা শেষে স্থানীয় সময় রাত সাড়ে আটটায় আনন্দ উল্লাস করতে গিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের সড়কে উম্মাদনার সৃষ্টি করে ভক্তরা। এ সময় তারা গাড়িসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায়।
পুলিশ জানাচ্ছে, খেলা শেষে ভক্তরা রাস্তায় নেমে আসে। এ সময় তারা একটা গাড়ি জ্বালিয়ে দেয়। দোকানের আয়না ভাংচুর করে এবং লুটপাট চালায়। পুলিশ তাদের থামাতে গেলে উভয়পরে মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ জানায়, ৩০০ মানুষের একটি দল পাথর ছুঁড়ে মারছিল। তাদেরকে থামাতে টিয়ার গ্যাস ও জলকামান ছুঁড়া হয়। তবে সংঘর্ষে ২০ জন পুলিশ কর্মকর্তা আহত হলেও কোন ধরণের গ্রেফতারের বিষয়ে জানাতে পারেনি পুলিশ।
এ দিকে বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী জ্যান জ্যামবন এক টুইটার বার্তায় এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ব্রাসেলসে তারা (মরক্কো অধিবাসী) নিন্দনীয় হামলা চালিয়েছে।
উল্লেখ্য, বেলজিয়ামে বিপুল সংখ্যক মরক্কো নাগরিকের বসবাস। পরিসংখ্যান মতে, দেশটিতে বসবাসরত জনসংখ্যার ৪ শতাংশই মরক্কো অধিবাসী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া