adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টিআইবি বলছে- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড স্বাধীন না

TIB-1নিজস্ব প্রতিবেদক : জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড স্বাধীন (এনসিটিবি) না বলে প্রতিষ্ঠানটি স্বায়ত্তশাসিতভাবে কাজ করতে পারছে না। যার ফলে পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকতার একটি প্রভাব লক্ষ করা যাচ্ছে। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় ধরনের হুমকি। সোমবার রাজধানীর ধানমন্ডিতে ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড: পাণ্ডুলিপি প্রণয়ন ও প্রকাশনায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড যদি স্বাধীনভাবে কাজ না করে তাহলে আমাদের স্বাধীনতার চেতনা বিনষ্ট হবে। এটা যেকোনো সরকারের জন্যই ক্ষতিকর।

ইফতেখারুজ্জামান আরো বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান হিন্দু ধর্মের মানুষ। তাই বইয়ের ভূমিকা থেকে তার নামও বাদ দেয়া হয়েছে এবং সেটা তাকে মেনেও নিতে হয়েছে। এখানে দেখা যাচ্ছে, বোর্ডের চেয়ারম্যানও স্বাধীন না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে মূলত এই প্রতিষ্ঠানটি স্বাধীন হয়ে উঠতে পারছে না। যখন যে দল ক্ষমতায় আসে সেই দলই এটাকে নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে।

তিনি আরো বলেন, এটা আমাদের জন্য খারাপ লক্ষন। কারণ পাঠ্যপুস্তক আমাদের শিক্ষার বড় একটা কাঠামো। এটা যদি ভেঙ্গে যায় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় ধরনের হুমকি।

এ সময় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি): পাণ্ডুলিপি প্রণয়ন ও প্রকাশনায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।

গবেষণা প্রতিবেদনের সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, এনসিটিবির পাণ্ডুলিপি প্রণয়ন প্রক্রিয়া অস্বচ্ছ, সঠিকভাবে পাণ্ডুলিপি রেখা হচ্ছে না। দলীয় রাজনৈতিক ও মতাদর্শগত প্রভাব বিদ্যমান দেখা যায়। পাঠ্যবই ছাপায় দুই ধরনের অনিয়ম ও দুর্নীতি হয়। প্রথমত ব্যক্তিগত আর্থিক সুবিধা আদায় এবং কার্যাদেশ প্রদানে দুর্নীতি। প্রতিবেদনে এসব সমস্যার সমাধানে বেশ কিছু সুপারিশও তুলে ধরা হয়।

এ সময় আরো উপস্থিতিত ছিলেন, টিআইবির উপদেষ্টা ড. সুমাইয়া খায়ের, পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শাহজাদা এম আকরাম ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোরশেদা আক্তার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া