adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রঙ্গনা হেরাথ শ্রীলঙ্কার বর্ষসেরা ক্রিকেটার

HERATH-1স্পাের্টস ডেস্ক : শ্রীলঙ্কার বর্ষসেরা ক্রিকেটার ও সেরা টেস্ট বোলারের পুরস্কার পেয়েছেন দেশটির অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ। তবে অলরাউন্ডার আসেলা গুনারত্নে বার্ষরিক এ অনুষ্ঠানের চারটি পুরস্কার ঘরে তুলে চমক দেখিয়েছেন।

২০১৬ সালের জুন থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনা করে বর্ষসেরা পুরস্কার দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। এ সময় ১১ টেস্টে ৭৩ উইকেট নিয়ে বর্ষসেরার খেতাব পান হেরাথ।

গুনারত্নে ওয়ানডে বর্ষসেরা অলরাউন্ডার, টি-টোয়েন্টি বর্ষসেরা ব্যাটসম্যান, টি-২০ বর্ষসেরা অলরাউন্ডার ও মোস্ট প্রমিজিং ক্রিকেটার নির্বাচিত হন। বর্ষসেরা নারী ক্রিকেটার হন চামারি আতাপাতু।

পুরস্কারের তালিকা নিচে দেওয়া হলো:

* সেরা ক্রিকেটার: রঙ্গনা হেরাথ
* সেরা নারী ক্রিকেটার: চামারি আতাপাতু
* সেরা টেস্ট ব্যাটসম্যান: ধনাঞ্জয়া ডি সিলভা
* সেরা টেস্ট বোলার: রঙ্গনা হেরাথ
* সেরা টেস্ট অলরাউন্ডার: দিলরুয়ান পেরেরা
* সেরা ওয়ানডে ব্যাটসম্যান: কুশাল মেন্ডিস
* সেরা ওয়ানডে বোলার: সুরাঙ্গা লাকমল
* সেরা ওয়ানডে অলরাউন্ডার: আসেলা গুনারত্নে
* সেরা টি-২০ ব্যাটসম্যান: আসেলা গুনারত্নে
* সেরা টি-২০ বোলার: লাসিথ মালিঙ্গা
* সেরা টি-২০ অলরাউন্ডার: আসেলা গুনারত্নে
* সেরা টি-২০ নারী ব্যাটসম্যান: চামারি আতাপাতু
* সেরা টি-২০ নারী বোলার: সুগান্ধিকা কুমারি 
* সেরা ওয়ানডে নারী ব্যাটসম্যান: চামারি আতাপাতু
* সেরা ওয়ানডে নারী বোলার: ইনোকা রানাওয়েরা
* উদীমান ক্রিকেটার: নিরোশান দিকভেলা
* সেরা ব্যাটসম্যান (ঘরোয়া): সাদিরা সামারাউইকরামা
* সেরা বোলার (ঘরোয়া) মালিন্দা পুষ্পাকুমারা
* মোস্ট প্রমিজিং ক্রিকেটার: আসেলা গুনারত্নে
* উদীয়মান ক্রিকেটার (ঘরোয়া) রন চান্দারাগুপ্তা
* মোস্ট প্রমিজিং ক্রিকেটার (ঘরোয়া) ওয়ানিন্দু হারাসাঙ্গা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া