adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগুয়েরোর রেকর্ড – ম্যানচেষ্টার সিটির জয়

AGUREAস্পাের্টস ডেস্ক : নাপোলির বিপক্ষে দারুণ জয়ে দুই ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে নাপোলির মাঠে ৪-২ গোলে জেতে পেপ গুয়ার্দিওলার দল।

এই ম্যাচে জোড়া গোল করে সিটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (১৭৮টি) হওয়ার রেকর্ড গড়েন সার্জিও আগুয়েরো।
নিজেদের মাঠে ২১তম মিনিটেই নাপোলিকে এগিয়ে দেন লরেন্সো ইনসিনিয়ে। তবে প্রথমার্ধেই সমতায় ফেরে সিটি। ৩৪তম মিনিটে ডান দিক থেকে ইলকিয়াই গুনদোগানের বাড়ানো ক্রসে দূরের পোস্টে থাকা আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি দারুণ হেডে লক্ষ্যভেদ করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় ইংল্যান্ডের দলটি। ৪৮তম মিনিটে বাঁ দিক থেকে লেরয় সানের নেওয়া কর্নারে জন স্টোনসের হেডে বল ক্রসবারের নিচের দিকে লেগে গোললাইন পেরোয়। তবে ৬২তম মিনিটে স্পট কিকে গোল করেন জর্জিনিয়ো। ডি বক্সের ভেতর সানে রাউল আলবিওলকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

৬৯তম মিনিটে সিটিকে ফের এগিয়ে নেন আগুয়েরো।

প্রতিপক্ষের এক ডিফেন্ডারের ট্যাকলে পড়ে যাওয়ার আগে পেছনে বল বাড়ান সানে। তা নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের মাপা শটে লক্ষ্যভেদ করে সিটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (১৭৮টি) হওয়ার রেকর্ড গড়েন আগুয়েরো।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে স্কোরলাইন ৪-২ করেন রাহিম স্টার্লিং।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া