adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দুঃখ প্রকাশ না করে সরকার ফেনীর ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছে : ফখরুল

f fডেস্ক রিপাের্ট : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'ফেনীর ঘটনায় সরকার দুঃখ প্রকাশ না করে বরং বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে।'

৩১ অক্টােবর মঙ্গলবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'চট্টগ্রাম বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের নামে যে অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে তা সরকারের ষড়যন্ত্রের একটি অংশ। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই।'

তিনি বলেন, 'বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে কারা হামলা করেছে তা খুঁজে বের করা দায়িত্ব সরকারের। তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।'

দেশে সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া- এমন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, 'ঢাকা  থেকে কক্সবাজার পর্যন্ত সড়কে লাখো মানুষ ফুল নিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। এতে প্রমাণিত হয়  তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী।'

তিনি আরও বলেন, 'এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয়; তারপরও মানুষ বিএনপিকে ভালবেসে রাস্তায়  নেমেছিল।'

মির্জা ফখরুল আরও বলেন, 'খালেদা জিয়া অতীতে দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন। ভবিষ্যতও করবে।'

রোহিঙ্গা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, 'মিয়ানমারের প্রতি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে রোহিঙ্গাদের ফেরাতে সরকারকে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে।'

উখিয়ার বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ত্রাণ দিতে সোমবার বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার সার্কিট হাউস থেকে বের হন বিএনপি চেয়ারপারসন। গাড়িবহর নিয়ে খালেদা জিয়া সড়কপথে প্রথমে উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা শিবিরে আসেন দুপুর ১টার দিকে। তিনি ক্যাম্পে পৌঁছার আগে থেকে সেখানে হাজারো রোহিঙ্গা শরণার্থী অপেক্ষা করছিলেন ত্রাণ নিতে। বিএনপি নেত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পে তখন নেতাকর্মী, স্থানীয় মানুষ আর রোহিঙ্গা জনগোষ্ঠী মিলে সমাবেশস্থলের রূপ নেয়। ভিড় ঠেলে খালেদা জিয়া ত্রাণ দেওয়ার নির্দিষ্ট স্থানে পৌঁছে অপেক্ষারত রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় বিএনপির শীর্ষ নেতারা তার পাশে ছিলেন।

খালেদা জিয়া আরও তিনটি স্থান- হাকিমপাড়া, বালুখালী-১ ও বালুখালী-২ ক্যাম্প পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন। বালুখালী পানবাজারে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পরিচালিত রোহিঙ্গাদের জন্য অস্থায়ী একটি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিকেল সোয়া ৪টার দিকে কক্সবাজার সার্কিট হাউসে পৌঁছান বিএনপি নেত্রী। বিকেলে কক্সবাজার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের উদ্দেশে রওনা হন বিএনপি নেত্রী। সেখানে রাত্রিযাপন শেষে আজ মঙ্গলবার ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়ার কথা রয়েছে তার।

প্রসঙ্গত, রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজার যাওয়ার পথে শনিবার ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়। এ সময় বহরে থাকা সাংবাদিকদের গাড়িসহ ১০ থেকে ২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় বেশ কয়েকজন সাংবাদিকও আহত হন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া