বঙ্গবন্ধু ও শেখ রাসেলসহ এই ছবিটি জাদুঘরে যাচ্ছে
এল আর বাদল : চুয়াল্লিশ বছর আগের একটি দুর্লভ ছবি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে (তৎকালীন ঢাকা স্টেডিয়াম) একটি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোট ছেলে শেখ রাসেলকে সঙ্গে নিয়ে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বঙ্গবন্ধুর সঙ্গে অন্য অতিথিরা ফটোসেশনে অংশ নেন। ওই সময়ে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী, মন্ত্রী ইউসুফ আলীসহ আওয়ামী লীগের অনেক নেতা উপস্থিত ছিলেন। সেদিনের টুর্নামেন্টের রেফারি ননী বসাকও ফটোসেশনে অংশ নেন।
ওই টুর্নামেন্টের একটি দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর সঙ্গে কথা হয় এই প্রতিনিধির। তিনি বলেন, ১৯৭২ সালের শেষ দিকে নভেম্বর কি ডিসেম্বরে ঢাকা স্টেডিয়ামে ‘এপার বাংলা ও ওপার বাংলা’র মধ্যে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ওপার বাংলার পক্ষে অংশ নেয় স্বাধীন বাংলা ফুটবল দল। যার নেতৃত্বে ছিলাম আমি। এপার বাংলার পক্ষে খেলেছে রাষ্ট্রপতি একাদশ। যার নেতৃত্বে ছিলেন দিপু। খেলায় স্বাধীন বাংলা দল ২-০ গোলে পরাজিত হয়েছিল রাষ্ট্রপতি একাদশের কাছে। বঙ্গবন্ধু উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন। উল্লেখ্য, ১৯৭৫ সালে ঘাতকদের হাতে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু। ফটোসেশনে অংশ নেওয়া অতিথিদের বেশিরভাগই এখন আর বেঁচে নেই।