adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওবায়দুল কাদের বললেন – খালেদা জিয়ার আদালতে দেওয়া বক্তব্য মিথ্যা-বিভ্রান্তিকর

O K Aডেস্ক রিপাের্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য 'সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর' বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

২৭ অক্টােবর শুক্রবার দুপুরে নোয়াখালীর কবির হাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে বৃহস্পতিবার আদালতে দ্বিতীয় দিনের বক্তব্য উপস্থাপন করেন খালেদা জিয়া। এক পর্যায়ে তিনি বলেন, 'আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও চাঁদাবাজিসহ নানান রকম মামলা বিভিন্ন সময়ে হয়েছে। কিন্তু তার পরম সৌভাগ্য, কখনো তাকে আমার মতো আদালতে এমন করে হাজিরা দিতে হয়নি।'

খালেদা জিয়ার এ বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে গিয়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যাচার করেছেন তা দেশের রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। আদালতে গিয়ে তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের উপলক্ষ মানবিক হলেও উদ্দেশ্য ছিল রাজনৈতিক।'

তিনি বলেন, 'এক-এগারোর আগে খালেদা জিয়ার সরকার ক্ষমতায় ছিল। শেখ হাসিনাকে এক-এগারোর সময় যেভাবে গ্রেফতার করা হয় এবং আদালতে নেওয়া হয়, তা ছিল অত্যন্ত অসম্মানজনক। অথচ শেখ হাসিনা সম্পর্কে খালেদা জিয়া যেসব কথা বলেছেন তা ছিল সম্পূর্ণ মিথ্যা-বিভ্রান্তিকর তথ্য। আদালতের সহানুভূতির জন্য নির্লজ্জ আচরণ করে তার কান্না মোটেও শোভনীয় নয়।'

বিএনপি চেয়ারপারসনের সামলোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, রোহিঙ্গাদের ত্রাণ দেওয়ার নামে কক্সবাজার যাওয়া-আসার কর্মসূচির উপলক্ষ্য মানবিক দেখিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। এটি রাস্তায় যানজট তৈরি করে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা মাত্র। রাস্তায় যানজটের কারণে বিভিন্ন জায়গার ত্রাণ পৌঁছানো বন্ধ করে প্রকারান্তরে ত্রাণ সরবরাহ বন্ধ করা একজন রাজনৈতিক নেতার কাছে কাম্য হতে পারে না। এ ধরনের কর্মসূচি প্রত্যাহার করার জন্য তাকে অনুরোধ করা হয়েছে।

এছাড়া রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের নামে কোন বিশৃঙ্খলা না করার জন্যও অনুরোধ করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া