adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের ফেরাতে কর্মপরিকল্পনা যেভাবে ঠিক হবে

KAMALনিজস্ব প্রতিবেদক : মিয়ানমার একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কাজ শুরু করেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা ৩০ নভেম্বরের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরি করব। এই গ্রুপ একটি কর্মপদ্ধতি তৈরি করবে। সে অনুয়ায়ী রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া হবে।বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে এ কথা বলেন মন্ত্রী।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কফি আনান কমিশনের সুপারিশ এবং জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ দফার আলোকে কাজ করবে।

মন্ত্রী বলেন, সূচির সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমি তাকে বলেছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আপনিও দীর্ঘ আন্দোলন করে মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে আপনি সেখানে শান্তির পরিবেশ সৃষ্টি করেন।

‘সূচি বলেছেন, রোহিঙ্গারা আসতে চায় না। আমি তাকে বলেছি, রোহিঙ্গারা কেন নিজ দেশে আসতে চায় না সেটা আপনারা ভালো জানেন। আসার পরিবেশ তৈরি করতে হবে আপনাদের।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফরে যাবেন ৩০ নভেম্বর। এর আগেই বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে জয়েন ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। তারা টার্ম অব রেফারেন্স তৈরি করবে। সেই টার্ম অব রেফারেন্সের ওপর ভিত্তি করেই দুই দেশের মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।’
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমরা বন্ধুত্ব চাই। আমরা বিশ্বাস করি, মিয়ানমারের সঙ্গে আমাদের সেই বন্ধুত্ব থাকবে। বিশ্ববাসী জেনেছে, রোহিঙ্গাদের ওপর কারা, কীভাবে নির্যাতন করেছে। মিয়ানমার দাবি করেছে, এই হত্যাকাণ্ড কিছু দুষ্কৃতিকারী করেছে।’

মিয়ানমার সীমান্তে মাইন পুঁতে রাখার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার সরকার বলেছে, এটি তাদের পুলিশ বা সেনাবাহিনী করেনি। কিছু দুষ্কৃতিকারী সীমান্তে মাইন পুঁতেছে। সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে সেই পুঁতে রাখা মাইনগুলো অপসারণ করছে।’

রোহিঙ্গাদের মিয়ানমার কী বলে অভিহিত করেছে-এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা কেউই রোহিঙ্গা বলে অভিহিত করেনি। যেহেতু তারা ফিরিয়ে নিতে রাজি হয়েছে, সেহেতু তারা মিয়ানমারের নাগরিক ধরেই নেওয়া যায়। তবে মিয়ানমার কর্তৃপক্ষ বলেছে, তারা বাংলাদেশি। তখন আমি বলেছি,  বিশ্বব্যাপী ৩৫ কোটি মানুষ বাংলায় কথা বলে। তারা কি সবাই বাংলাদেশের নাগরিক? মিয়ানমার থেকে যারা বাংলাদেশে গেছে তারা কেউই বাংলা বলতেও পারে না, বোঝেও না।’

মিয়ানমার সন্ত্রাসীদের কোনও তালিকা দিয়েছেন কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা একটি তালিকা দিয়েছে। তবে সংখ্যা কত আমি জানি না। তালিকায় অভিযুক্তদের ঠিকানা নেই, বাবা-মায়ের নাম নেই। এটি একটি অসম্পূর্ণ তালিকা।’

রোহিঙ্গাদের দ্বিপাক্ষিক আলোচনা নাকি বহুমাত্রিক আলোচনার মাধ্যমে ফিরিয়ে নেওয়া হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাদের বলেছি, এটি আপনাদের সমস্যা। এটি আমাদের সঙ্গে বসেই আলোচনা করতে হবে। আপনাদেরই সমাধান করতে হবে। যদি মিয়ানমার এটি না করে তাহলে আমরা বিভিন্ন জায়গায় যাব, সেটি তাদের বলেছি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া