adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এশিয়া কাপ হকি – কোরিয়ার সঙ্গে ড্রতে ফাইনাল অনিশ্চত পাকিস্তানের

HOCKEYনিজস্ব প্রতিবেদক : গ্রুপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ৭-০ গোলে বড় ব্যবধানে জয়ের পর বাকি খেলায় খুব একটা ভালো পারফর্ম করতে পারছে না পাকিস্তান। তারা মালয়েশিয়ার বিপক্ষে ৩-২ গোলে হেরে এমনিতেই চাপে ছিল।  এশিয়া কাপ হকির ‘সুপার ফোর’-এর দ্বিতীয় ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেলে ফাইনালের পথ খোলা থাকতো তাদের। কিন্তু সেটা হয়নি।
বৃহস্পতিবার বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া পাকিস্তানের স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়াল। এগিয়ে থাকা পাকিস্তানকে ১-১ গোলে রুখে দিয়েছে তারা। যাতে দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট পাওয়া পাকিস্তানের ফাইনালে ওঠা অনিশ্চিত হয়ে পড়েছে। বিপরীতে দক্ষিণ কোরিয়া দুই ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে রয়েছে কিছুটা সুবিধাজনক জায়গায়।
শনিবার ‘সুপার ফোর’-এ ভারতের বিপক্ষে পাকিস্তানের শেষ ম্যাচ। ফাইনালে জায়গা পেতে হলে ওই ম্যাচ তো পাকিস্তানকে জিততেই হবে, সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে। অথচ এই হিসাব-নিকাশের দিকে যেতে হতো না যদি, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লিডটা ধরে রাখতে পারতো পাকিস্তান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া