adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম উপন্যাসেই ম্যান বুকার জিতে নিলেন জর্জ স্যান্ডার্স

news imageডেস্ক রিপাের্ট : শেষমেশ সকল জল্পনা কল্পনাকে পিছে ফেলে প্রথম উপন্যাসেই ২০১৭ সালের ম্যান বুকার পুরস্কার জিতে নিলেন মার্কিন সাহিত্যিক জর্জ স্যান্ডার্স। লিংকন ইন দ্য বার্ডো উপন্যাসের জন্য বিশ্ব সাহিত্যের মর্যাদাপূর্ণ  এ পুরস্কার বগলদাবা করলেন তিনি।

কমনওয়েলথ দেশসমূহের লেখকদের জন্য বুকার পুরস্কারের ধারাবাহিকতায় পুরো বিশ্ব ব্যাপী এ স্বীকৃতিকে ছড়িয়ে দিতে ২০০৫ সালে প্রবর্তন হয় ম্যান বুকার পুরস্কার। শুধুমাত্র উপন্যাসের জন্য লেখকদের দেয়া হয়ে থাকে এ পুরস্কার।
লিংকন ইন দ্য বার্ডো- স্যান্ডার্সের প্রথম পূর্ণদৈর্ঘ্য উপন্যাস। কবরস্থানে বসে এক রাতেই এটি লিখেন তিনি। এর আগে ছোটগল্পের জন্য পরিচিত ছিলেন এ লেখক। 
পুত্রের মৃত্যুতে আব্রাহাম লিংকনের মর্ম যন্ত্রণা ও শোকগ্রস্ততা নিয়ে এ উপন্যাসের কাহিনী গড়ে ওঠেছে।
এ পুরস্কারের দৌড়ে ছয়জনের শর্ট লিস্টে ৫৮ বছর বয়সী স্যান্ডার্সের সাথে আরও ছিলেন দুই ব্রিটিশ লেখক ফিওনা মোজলে (এলমেট) ও আলী স্মিথ (অটাম),  আরও দুই মার্কিনি পল অস্টার (৪৩২১) ও এমিলি ফ্রিডলান্ড (হিস্টোরি অব উলভস) এবং ব্রিটিশ-পাকিস্তানি মোহসিন হামিদ (এক্সিট ওয়েস্ট)।
টেক্সাসে জন্মগ্রহণকারী স্যান্ডার্সের আবাস নিউ ইয়র্কে। এর আগে গল্পের জন্য একাধিক পুরস্কার অর্জন করেন তিনি। লিংকন ইন দ্য বার্ড, তার নবমতম সাহিত্যকর্ম।
আগের বছরও যুক্তরাষ্ট্রের ঘরেই গিয়েছিল এ পুরস্কার, সে বছর 'দ্য সেলআউট' উপন্যাসের জন্য ম্যান বুকার পান পল বিটি। স্যান্ডার্সের মাধ্যমে দ্বিতীয়বারের মত মার্কিন সাহিত্য এ পুরস্কারে ভূষিত হল। সূত্র: বিবিসি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া