adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোমালিয়ার ভয়াবহ গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে

news imageআন্তর্জাতিক ডেস্ক : শনিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত তিন শত ছাড়িয়ে গেছে। শহরের দু’টি ব্যস্ততম এলাকায় দুই ঘন্টার ব্যবধানে এ বিস্ফোরণে পুরোপুরি বিধ্বস্ত হয় সরকারি অফিস, হোটেল, রেস্টুরেন্টসহ ব্যাক্তিগত স্থাপনা। রয়টার্সের সংবাদ।   

হামলার পরদিন রোববার স্থানীয় কর্মকর্তা দুই শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানায়। পরবর্তীতে সরকারি সংবাদ সংস্থা সোনা, এ ঘটনায় নিহতের সংখ্যা ২৭৬ জন বলে উল্লেখ করে। তবে চিকিৎসকদের সূত্রে রয়টার্স  জানাচ্ছে, নিহতের সংখ্যা ৩শ’ ছাড়িয়ে গেছে।

সোমবার এম্বুলেন্স সার্ভিসের পরিচালক আবদি কাদির আবদির রহমান জানান, “আমরা এখন পর্যন্ত ৩শ’ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়েছি। তবে অনেক মানুষ নিখোঁজ ও আহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।"

নিখোঁজ স্বজনদের সন্ধানে হাসপাতালগুলোতে ভীড় করছে মানুষ। পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোহাম্মদ আশঙ্কা প্রকাশ করে বলছেন, “এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।”  

এ দিকে হামলায় নিহত ১৬৫টি অজ্ঞাত পরিচয় লাশ দাফন করা হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশরই পুড়ে গিয়েছিল, যার কারণে তাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়নি।  মাত্র ১১১ জনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে।

২০০৭ সালে কথিত ইসলামি সন্ত্রাসী গোষ্ঠী আল শাবাব বিদ্রোহ ঘোষণা দেয়ার পর দেশটিতে সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী হামলা চালানো হয় এদিন। তবে কোন গোষ্ঠী এখনো পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

সোমালি প্রেসিডেন্ট মোহামেদ আব্দুল্লাহি এ নৃশংস হামলার জন্য আল-শাবাবকেই দায়ী করছেন। এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন তিনি।

প্রসঙ্গত, আল কায়েদা জঙ্গিগোষ্ঠীর সমর্থনপুষ্ট আল-শাবাব এর আগেও মোগাদিসুতে একাধিকবার হামলা চালায় এবং তাৎক্ষণিকভাবে এর দায় স্বীকার করে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া