adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে ৩২ রানে হারাল পাকিস্তান

news imageস্পাের্টস ডেস্ক : উপুল থারাঙ্গার লড়াকু ১১২ রানের পরও হার ঠেকাতে পারলনা শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানে হারে তার দল। সোমবার আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে শুরুতে টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তানে অধিনায়ক সরফরাজ আহমেদ।
ব্যাটিংয়ে নেমে লঙ্কান বোলার লাহিরু গামাগের বোলিং তোপে পড়ে পাকিস্তান। দলীয় ১৯ রানের মাথায় প্রথমে উইকেট পতনের পর স্কোর বোর্ডে ৭১ রান তুলতেই পাকিস্তানের প্রথম সারির ৪ ব্যাটসম্যান সাজঘরে ফিরেন। তবে একপ্রান্ত আগলে রেখে নিজের প্রথম ওডিআই সেঞ্চুরিপূর্ণ করেন বাবর আজম। আউট হওয়ার আগ পর্যন্ত ৪৭.০৬ গড়ে তিনি ১৩৩ বলে ১০১ রান সংগ্রহ করেন এই অল রাউন্ডার। তার ইংনিসে ছিলো ৬টি চারের মার। দলের পক্ষে শাদাব খান করেন ৫২ রান। এছাড়া এদিন উল্লেখ যোগ্য আর কোনো পাকিস্তানী ব্যাটসম্যান রান পাননি। লঙ্কানদের পক্ষে লাহিরু গামাগে ৪টি ও থিসেরা পেরেরা ২টি, লাকমল ও ভেনডারসী ১টি করে উইকেট নেন।

২২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জুনায়েদ খানের এলবিডব্লিউর ফাঁদে পা দেন লঙ্কান ব্যাটসম্যান নিরুশান ডিকওয়ালা। এরপর শুরু হয় ব্যাটসম্যানেদের আসা যাওয়া। স্কোর বোর্ডে ৯৩ রান তুলতে ৭ উইকেট হারিয়ে ভেঙে পড়ে লঙ্কানদের টপ অর্ডার। তবে উপুল থারাঙ্গার লড়াকু শতরানের ইসিংসের সঙ্গে ভেনডারসীর ২২ রানে ম্যাচ জয়ের স্বপ্ন দেখাচ্ছিল লঙ্কানদের। কিন্তু রাইসের বলে আহমদ শেহজাদের হাতে ক্যাচ দিয়ে ভেনডারসী আউট হয়ে গেলে ম্যাচে হার সময়ের ব্যাপার হয়ে যায়। শেষ পর্যন্ত হলোও তাই। লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা শতরান নিয়ে অন্যপান্তে দরের হার দেখে মাঠ ছাড়েন। পাকিস্তানের পক্ষে ৪৭ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন শাদাব খান।

এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে গেল পাকিস্তান। দু’দলের পরবর্তী ম্যাচ ১৮ অক্টোবর।
সফরে আগামী ২৬ ও ২৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া