adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরাইল নতুন করে অবৈধ বসতি স্থাপন করছে ফিলিস্তিনে

news imageআন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীরে নতুন করে ইহুদী বসতি স্থাপন করার অনুমতি দিয়েছে ইসরাইলি সামরিক কর্তৃপক্ষ। গত ১৫ বছরে প্রথমবারের মত এ অঞ্চলের হেবরন এলাকায় ইহুদি বসতি স্থাপন করার উদ্যোগ নিল ইসরাইল।

অবৈধ বসতি স্থাপনবিরোধী পর্যবেক্ষণ ও প্রচারণাকারী সংগঠন পিস নাও জানায়, ইসরাইলের জনপ্রশাসন কর্তৃপক্ষ হেবরনে ৩১টি বসতি স্থাপনের জন্য নির্মাণ কাজের অনুমোদন দিয়েছে। এলাকাটিতে বিশাল জনগোষ্ঠী অবস্থান করায় ইতিমধ্যে সেখানে অতিরিক্ত সামরিক কঠোরারোপ করা হয়েছে।

এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, হেবরনে এ বসতি স্থাপন দখলদারিত্বের জঘন্য পরিস্থিতিকে প্রকাশ করছে। ইতিমধ্যে নিরাপত্তার নামে সেখানকার ১০ হাজার ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি, দোকানপাট ও সড়ক থেকে জোরপূর্বক সরিয়ে দেয়া হয়েছে।  

জানা গেছে, এ সপ্তাহে পশ্চিম তীরে আরও দুই হাজার চার শট বসতি স্থাপনের জন্য আলোচনা করবে ইসরাইলি কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক আইনে পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমকে দখলকৃত অঞ্চল হিসেবে চিহ্নিত করে  এবং এখানে ইহুদি বসতি নির্মাণের সমস্ত কর্মকাণ্ডকে অবৈধ হিসেবে দেখে। এরপরেও ১৯৬৭ সাল থেকে এ অঞ্চলগুলোতে ১০০ এরও বেশি অবৈধ বসতিতে পাঁচ লাখ ইসরাইলি নাগরিক বসবাস করে।  সূত্র: আনাদলু

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া