adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শবনম এবার উর্দু সিরিয়ালে

news imageবিনােদন ডেস্ক : বাংলা সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হলেও শবনমের ক্যারিয়ারের স্বর্ণ সময় কেটেছে পাকিস্তানে। তিন দশক আগে দেশে ফিরে আসলেও পাকিস্তানি দর্শকরা তাকে ভুলেননি। এবার নায়িকাকে দেখা যাবে উর্দু সিরিয়ালে।

এর মাধ্যমে ১৮ বছর পর অভিনয় ফিরছেন কিংবদন্তি নায়িকা শবনম। ১৯৯৯ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি।
পাকিস্তানের একটি চ্যানেলের জন্য ‘মোহিনী ম্যানসন কি সানড্রিলা’ শিরোনামের শতপর্বের একটি সিরিয়ালে অভিনয় করতে যাচ্ছেন এ অভিনেত্রী। এটি নির্মাণ করবেন আলী তাহের। এরই মধ্যে শবনম সিরিয়ালটিতে অভিনয়ের জন্য চিত্রনাট্যও পেয়েছেন।
সিরিয়ালটিতে ‘শাবানা ঝর্ণা’ চরিত্রে অভিনয় করবেন শবনম। অবশ্য এ অভিনেত্রীর মূল নামও ঝর্ণা বসাক।

সিরিয়ালে অভিনয় প্রসঙ্গে শবনম গণমাধ্যমকে বলেন, ‘অনেক বছর দেশের চলচ্চিত্রে ভালো গল্পের জন্য অপেক্ষা করেছি। কিন্তু পাইনি। তাই অভিনয়ও করা হলো না। এখন অনেকটা অবসর থাকি। এর মধ্যে একদিন আলী তাহের ফোনে সিরিয়ালটিতে আমাকেই লাগবে বলে স্ক্রিপ্ট পাঠায়। আমারও পছন্দ হলো। সবমিলিয়ে কাজটি করতে সম্মতি দিয়েছি।’
সিরিয়ালটির শুটিংয়ে অংশ নিতে সোমবার শবনম পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানে একমাস শুটিং করবেন তিনি।
মাস কয়েক আগে পাকিস্তানের একটি সাহিত্য উৎসবে যোগ দেন শবনম। ওই সময় তাকে ঘিরে স্থানীয় সংবাদমাধ্যমের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শোনা যায়, নাদিমের বিপরীতে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তবে সিনেমাটির কাজ এখনো শুরু হয়নি।
শবনম ১৯৬০ থেকে ১৯৮০ এর দশকে পাকিস্তানি সিনে ইন্ডাস্ট্রি ললিউডের এক নম্বর নায়িকা ছিলেন। তার স্বামী রবিন ঘোষ ছিলেন খ্যাতিমান প্লেব্যাক গায়ক ও সুরকার-সঙ্গীতায়োজক, যিনি ২০১৬ সালে ঢাকায় মারা যান। শবনম অভিনীত জনপ্রিয় উর্দু ছবির মধ্যে রয়েছে— আয়না, লাডলা, আন্দলিব, আহাত ও শারাফত। ১৮০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি, ১৩বার জিতেছেন পাকিস্তানি পুরস্কার নিগার।
ডব্লিউএস

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া